Saturday, May 3, 2025

দেশ জুড়ে তোলপাড় হিজাব বিতর্ক (Hijab Controversy)। এর মাঝেই ইন্ধন জোগালেন কেরলের রাজ্যপাল (Governor of Kerala)। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারে হিজাব নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন আরিফ মহম্মদ খান( Arif Mohammad Khan)। তিনি বলেন, শিখ ধর্মে পাগড়ির মতো হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয়।

সম্প্রতি কর্নাটকে (Karnataka) হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস, উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এরপর শনিবার কেরলের রাজ্যপাল(Governor of Kerala) কোরানের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, হিজাব (Hijab) ইসলাম ধর্মের অঙ্গ নয়।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক সংবাদের শিরোনামে উঠে এসেছে। হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। তাঁরা গেরুয়া ওড়না পরে মাঠেও নেমেছেন। এরপর থেকেই বিতর্ক আরো জোরালো হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। শনিবার এক সাক্ষাৎকারে কেরলের রাজ্যপাল বলেন, ‘‘হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরানেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাত বার। এর সঙ্গে মহিলাদের পোশাকের কোনও সম্পর্ক নেই। এটি ‘পর্দার’ সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি যখন কথা বলবেন, তার মাঝে একটি ‘পর্দা’ থাকা উচিত।’’

উল্লেখ্য, এই হিজাব বিতর্কে বারবার উঠে এসেছে শিখদের পাগড়ি পরার বিষয়টিও। আরিফ মহম্মদ খান অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে পাগড়ি হল শিখদের ধর্মের অঙ্গ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়। তাহলে কি এই ইস্যু উদ্দেশ্য প্রণোদিত ? মুসলিম নারীদের অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার ভয়ংকর ষড়যন্ত্র? কেরলের রাজ্যপাল এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁর বক্তব্যে সেরকমই ইঙ্গিত পাওয়া যায়।

 

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version