Friday, August 22, 2025

Election Result: শতাংশের নিরিখে ২ কেন্দ্রে দ্বিতীয়স্থান হাতছাড়া বিজেপির, উঠে এলো বামেরা

Date:

আসানসোল (Asansole), বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar) ও শিলিগুড়ি (Siliguri)- চার পুরসভা ভোটে সবুজ ঝড়। বিরোধীদের অনেক পিছনে ফেলে ৪ পুরসভা তৃণমূলের (Tmc) দখলে। বিধানসভার জয় পুরভোটে তৃণমূল ধরে রাখতে পারলেও ধরাশায়ী বিজেপি। দুটি কেন্দ্রে দ্বিতীয়স্থান হাত ছাড়া পদ্মশিবিরের। বাকি দুটিতে দ্বিতীয় স্থানে থাকলেও, থার্ড হওয়া বামেদের সঙ্গে ব্যবধান বেশ কম।

ভোট শতাংশের নিরিখে চন্দননগর ও বিধাননগর পুরভোটে বিজেপিকে (Bjp) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট (Left)। বিজেপি শিলিগুড়ি ও আসানসোলে দ্বিতীয় স্থানে থাকলেও তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই বামেরা। একুশের বিধানসভা নির্বাচনে ল্যান্ডস্লাইড জয় পেয়েছে তৃণমূল। তাদের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও, দ্বিতীয় স্থানে ছিল বিজেপিই। কিন্তু তারপর থেকেই পিছিয়ে পড়ছে বিজেপি। সোমবার, যে চারটি পুরভোটের ফল বেরিয়েছে, তার মধ্যে মাত্র দুটোতেই দ্বিতীয়স্থানে তারা।

উল্লেখযোগ্য হল শিলিগুড়ি পুরভোটের ফল। উত্তরবঙ্গে একুশের নির্বাচনেও ভালো ফল করেছিল বিজেপি। আর তুমুল সবুজ ঝড়ের মধ্যেও শিলিগুড়ি পুরনিগম ধরে রেখেছিলেন সিপিআইএম (Cpim) নেতা অশোক ভট্টাচার্য। বামদের পরাজয় তো হয়েছেই, তিনি নিজেও হেরেছেন। এখানে বিজেপিই হালে পানি পায়নি। শতাংশের নিরিখে দ্বিতীয় হয়েছে পদ্মশিবির। তৃতীয় স্থানে বামেরা।

বিধাননগরে ভোট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। এখানে বিধানসভায় বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, এই পুরভোটে দ্বিতীয়তে উঠে এসেছে বামেরা।

আসানসোল শিল্পাঞ্চলে বিগত বেশ কয়েক বছর ধরে ভালো ফল করছে গেরুয়া শিবির। সেখানে তাদের সংগঠন মজবুত বলেও দাবি ছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেখানেও জয়ী হয়েছে তৃণমূল। কোনও মতে, শতাংশের নিরিখে দ্বিতীয় হলেও খুব কাছেই রয়েছে বামফ্রন্ট।

কলকাতা পুরসভার ভোটেও বিজেপিকে পিছনে ফেলে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামফ্রন্ট। তাহলে কি রাম থেকে বামে ঘুরছে ভোট? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, “বাম-বিজেপি-কংগ্রেসের মধ্যে একটা বোঝাপড়া আছে। ওরা জগাই-মাধাই-গদাই থিওরি মেনে চলে। নিজেদের মতো করে কখনও এককে, কখনও অন্যকে ভোট দেয়। আর কেউ না কেউ তো দ্বিতীয় হবে, তৃতীয় হবে।“

তবে, শূন্য থেকে যে ভাবে দ্বিতীয়স্থানে উঠে আসছে বামেরা, তাতে আলিমুদ্দিনে কিছুটা স্বস্তি বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version