Friday, August 29, 2025

‘লাফিং বুদ্ধ’র বদলে ‘ লাফিং শুভেন্দু’র মডেলটি রাখতে পারেন, কর্মী- সমর্থকদের কেন এমন পরামর্শ দিলেন কুণাল?

Date:

রাজ্যের চার পুরসভার ভোটে বিপুল সমর্থনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিজেপি (BJP) সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতাকে লাফিং শুভেন্দু (Suvendu Adhikari) বলে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

টুইটারে তিনি (Kunal Ghosh) লেখেন,”যাঁরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও সমর্থক, তাঁরা ‘লাফিং বুদ্ধ’র বদলে ‘ লাফিং শুভেন্দু’র (Suvendu Adhikari) এই মডেলটি রাখতে পারেন। যেখানেই এর মুখটি দেখা যাবে, সেখানেই তৃণমূল বিপুলভাবে জিতবে। তৃণমূল পরিবারের সাফল্য, আনন্দ, সমৃদ্ধির জন্য এই জিনিসটি আপাতত দারুণ কার্যকর।”

তৃণমূলের কর্মী-সমর্থকদের লাফিং বুদ্ধের সংস্করণে তৈরি ‘লাফিং শুভেন্দু’র মূর্তি সঙ্গে রাখার পরামর্শ দেন কুণাল ঘোষ। তিনি এদিন বলেন, লাফিং শুভেন্দুর মডেল তৃণমূলের জন্য পয়া এবং বিনোদনমূলক। যেখানেই দেখা যাবে, সেখানেই বিপুল ভোটে জিতবে তৃণমূল।

আরও পড়ুন-মাত্র ৬ ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতা, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি উত্তরবঙ্গ

রাজ্যের চার পুরসভার ভোটে তেমন ফল করতে পারেনি বিজেপি। এরপরই মঙ্গলবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) গিয়েছে বিজেপি। সরকারের বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যেতে অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ তাদের। প্রচারে সেগুলিকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানায় বিজেপি নেতারা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দ্রুত শুনানির দাবি করে বিজেপি।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version