Friday, November 7, 2025

Mamata: গীতশ্রীকে রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা, ‘সন্ধ্যাদি’র শেষযাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী

Date:

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukharjee) প্রয়াণের খবর যখন তাঁর কাছে পৌঁছয়, তখন তিনি কোচবিহারে (Coochbehar)। সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেন সফরে কাটছাঁট করে ফিরে আসবেন কলকাতা। সেই মতো দুপুরে চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই কলকাতা (Kolkata) ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। দমদম বিমানবন্দর থেকে সরাসরি চলে যান রবীন্দ্র সদনে (Rabindra Sadan)। সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানান তিনি।

মুখ্যমন্ত্রী কথা বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্যা সৌমী গুপ্ত-সহ পরিবারের লোকেদের সঙ্গে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন, মালা রায়, সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শিবাজি চট্টোপাধ্যায়, সৌমিত্র রায়, ফুটবলার সুব্রত ভট্টাচার্য। সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। প্রয়াণের খবর পাওয়ার পরেই শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম।“ বুধবার, সকালেও কোচবিহারের অনুষ্ঠানে তিনি বলেন, সন্ধ্যাদি চলে যাওয়ায় শোকাহত, ব্যাথিত, মর্মাহত। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে।

আরও পড়ুন:১০৮টি পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা আছে? হাইকোর্টের প্রশ্ন রাজ্যকে

সেই মতো বিকেল সাড়ে চারটে নাগাদ সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ নিয়ে শেষযাত্রা শুরু হয়। পা মেলাল মুখ্যমন্ত্রী স্বয়ং। কেওড়াতলা মহাশ্মশানে গীতশ্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...
Exit mobile version