Tuesday, November 11, 2025

নাবালিকা কিশোরী প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে, , কী হল পরবর্তীতে?

Date:

খায়রুল আলম , ঢাকা

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় কিশোরী খুসনামা (১৭)। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করে খুসনামা। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক করে নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিবের (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে উভয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রেম ও বিয়ের টানেই কাঁটাতার ও আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে খুসনামা বাংলাদেশে প্রবেশ করে। তবে পুলিশের কাছে সে বিয়ের কোনও প্রমাণ দেখাতে পারেনি।

পুলিশ, বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের আইনি জটিলতা নিরসনের পর বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই কিশোরী বুধবার গভীর রাতে ভারতের ডাঙ্গিবস্তির সীমান্তের মেইন পিলার ৪৪৪-এর ২ সাব-পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রাতে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার হাসিবুল ওরফে হাসিনুর নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী।
পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভারতের সীমান্ত পেরিয়ে ওই কিশোরী প্রেমিকের সঙ্গেই বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশের ধারণা।

এদিকে, তাকে আটকের খবর পেয়ে তার প্রেমিক আব্দুল লতিফও থানায় আসেন। সেখানে এসে তিনি প্রেমিকাকে বাসায় নিয়ে যেতে চায়। এ সময় লতিফ বারবার কান্নায় ভেঙে পড়েন।

পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতীয় ওই কিশোরী জানান, ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামে এক ব্যক্তির হোটেলে খুসনামার ভাইয়ের সঙ্গে কাজ করতেন বাংলাদেশি তরুণ আব্দুল লতিফ রকিব। সেই সূত্রে খুসনামার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় ওই কিশোরীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালিকা, তাই আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি-বিএসএফের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ সিদ্ধান্ত না জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version