Saturday, May 10, 2025

খায়রুল আলম , ঢাকা

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় কিশোরী খুসনামা (১৭)। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করে খুসনামা। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক করে নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিবের (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে উভয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রেম ও বিয়ের টানেই কাঁটাতার ও আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে খুসনামা বাংলাদেশে প্রবেশ করে। তবে পুলিশের কাছে সে বিয়ের কোনও প্রমাণ দেখাতে পারেনি।

পুলিশ, বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের আইনি জটিলতা নিরসনের পর বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই কিশোরী বুধবার গভীর রাতে ভারতের ডাঙ্গিবস্তির সীমান্তের মেইন পিলার ৪৪৪-এর ২ সাব-পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রাতে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার হাসিবুল ওরফে হাসিনুর নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী।
পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভারতের সীমান্ত পেরিয়ে ওই কিশোরী প্রেমিকের সঙ্গেই বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশের ধারণা।

এদিকে, তাকে আটকের খবর পেয়ে তার প্রেমিক আব্দুল লতিফও থানায় আসেন। সেখানে এসে তিনি প্রেমিকাকে বাসায় নিয়ে যেতে চায়। এ সময় লতিফ বারবার কান্নায় ভেঙে পড়েন।

পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতীয় ওই কিশোরী জানান, ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামে এক ব্যক্তির হোটেলে খুসনামার ভাইয়ের সঙ্গে কাজ করতেন বাংলাদেশি তরুণ আব্দুল লতিফ রকিব। সেই সূত্রে খুসনামার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় ওই কিশোরীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালিকা, তাই আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি-বিএসএফের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ সিদ্ধান্ত না জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version