Wednesday, November 12, 2025

Bappi lahiri : চোখের জলে মুখাগ্নি বাপ্পার, অলবিদা বাপ্পি লাহিড়ী

Date:

ফুলের মালায় ঢাকা দেহ। অঙ্গে সোনার গয়না নেই । কিন্তু চোখে রয়েছে কালো চশমা। বলো হরি, হরি বোল। ছেলের কাঁধে চড়ে সুরের ভুবন থেকে চিরবিদায় নিলেন বাপ্পি লাহিড়ী । ফুলে -ফুলে ঢাকা গাড়িতে তুলে দেওয়া হলো বাপ্পিদার নশ্বর দেহ। চোখের জল বাঁধ মানছে না। অঝোরে কাঁদছেন মেয়ে রোমা, ছেলে বাপ্পা। পুত্রের হাতের অগ্নি স্পর্শ নিয়ে বৃহস্পতিবার সকালে ইহজগতের মায়া -মোহ ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন ডিস্কো কিং। পবনহংস  শ্মশানে সমবেত হরিবোল ধ্বনিতে আকাশ স্পর্শ করল লেলিহান অগ্নিশিখা। চলে গেলেন বাপ্পিদা।
রেখে গেলেন স্ত্রী -পুত্র-কন্যাকে । রেখে গেলেন অসংখ্য অসংখ্য সুপার ডুপার হিট গান । যে গানগুলিকে এক সময় লারেলাপ্পা বলে ব্যঙ্গ করলেও পরে সেগুলিই কালজয়ী হয়ে উঠেছিল।


মঙ্গলবার মধ্যরাতে ৬৯ বছর বয়সে ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ী। কিন্তু সে খবর প্রকাশ্যে আনা হয়েছিল বুধবার ভোরে।
একমাত্র পুত্র বাপ্পা লাহিড়ী আমেরিকায় থাকায় সেদিনই শিল্পীর শেষকৃত্য করা যায়নি। লস অ্যাঞ্জেলস থেকে বুধবার মধ্যরাতে মুম্বইয়ের লাহিড়ি হাউসে ফেরেন ছেলে বাপ্পা। ছেলের তত্ত্বাবধানে ও
উপস্থিতিতে বৃহস্পতিবার সকালেই শেষকৃত্য সম্পন্ন হল পিতার।

কিংবদন্তি এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বাংলা – মুম্বই দুই ছায়াছবি জগতেই। সকলেই শোক প্রকাশ করেছেন বাপ্পিদার বিচ্ছেদ ব্যথায়।

বাপ্পিকে হারানোর যন্ত্রণার কথা নিজের ব্লগে লিখেছেন অমিতাভ বচ্চন। অমিতাভ লিখেছেন, ‘বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আমি অবাক ও শোকাহত। জীবনের এমন সাফল্যের অধ্যায়ে চলে যাওয়া খুব কষ্টের। আমার আর ওঁর একসঙ্গে ছবিতে কাজ থেকে যাবে চিরজীবন। বর্তমান আর অতীত দুই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের প্রতি সমান সাফল্য রেখে চলতেন তিনি।’

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version