Tuesday, November 11, 2025

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন আরও এক বলি দম্পতি। ফারহান আখতার (Farhan Akhtar and Shibani Dandekar)এবং শিবানী ডান্ডেকর, এখন এই জুটিকে নিয়েই আলোচনা টিনসেল টাউনে। কারন শনিবার (Saturday) অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ২০২২, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar)। তবে এই বিয়ে (Marrige)হবে সম্পূর্ণ অন্য ভাবে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে শপথ(Oath) নিয়ে বিয়ে করবেন ফারহান -শিবানী ।

আরও পড়ুন – আইসিএসই এবং আইএসসি-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা এগোল

বলিউড তারকার বিয়ে মানেই চোখ ধাঁধানো আয়োজন। অতীত ঘেঁটে দেখলে ভুরিভুরি উদাহরণ চোখের সামনে ভেসে উঠবে। খুব সম্প্রতি বললে ভিকি-ক্যাট এর কথাই সবার মনে আসবে। কিন্তু জাঁকজমকপূর্ণ বিয়েতে নারাজ ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর, তাঁরা ব্যাতিক্রমি। তাই খুব সাধারণভাবেই বিয়ে করতে চান তাঁরা। প্রথমে শোনা গিয়েছিল,মহারাষ্ট্রীয় রীতি মেনেই নব জীবনে প্রবেশ করবেন দুই বলিউড-তারকা(Bollywood Star)।কোভিড পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান, আর সেখানেই বড় চমক। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে মেনে নয় বরং কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ফারহান -শিবানী। পরিবার সূত্রে খবর ইতিমধ্যেই শপথগুলি লেখাও হয়ে গেছে দু’জনের। অতিথি তালিকায় থাকছে ঘনিষ্ঠ আত্মীয় আর পরিবার পরিজন। সুত্রের খবর নিমন্ত্রিতদের মধ্যে থাকছেন ফারহানের অত্যন্ত কাছের বন্ধু বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। এছাড়াও থাকছেন রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। বিলাসবহুল বাংলোয় অতিথি আপ্যায়নের সুব্যবস্থা রয়েছে।

বিয়ের নিয়মে কিছু পরিবর্তন আনলেও সাজপোশাকেও কি ভিন্ন ভাবনা?টিনসেল টাউন বলছে, এক্ষেত্রেও চিরাচরিত বলিউডি জাঁকজমক এড়াতে চেয়েছেন হবু-দম্পতি। বিয়ের দিন শ্বেতশুভ্র পোশাকে অতিথিদের সেজে উঠতে অনুরোধ করেছেন ফারহান-শিবানী। নিজেরাও সেজে উঠবেন সেভাবেই । তাহলে আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই এক ফ্রেমে ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর।

Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version