Sunday, May 4, 2025

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন আরও এক বলি দম্পতি। ফারহান আখতার (Farhan Akhtar and Shibani Dandekar)এবং শিবানী ডান্ডেকর, এখন এই জুটিকে নিয়েই আলোচনা টিনসেল টাউনে। কারন শনিবার (Saturday) অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ২০২২, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar)। তবে এই বিয়ে (Marrige)হবে সম্পূর্ণ অন্য ভাবে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে শপথ(Oath) নিয়ে বিয়ে করবেন ফারহান -শিবানী ।

আরও পড়ুন – আইসিএসই এবং আইএসসি-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা এগোল

বলিউড তারকার বিয়ে মানেই চোখ ধাঁধানো আয়োজন। অতীত ঘেঁটে দেখলে ভুরিভুরি উদাহরণ চোখের সামনে ভেসে উঠবে। খুব সম্প্রতি বললে ভিকি-ক্যাট এর কথাই সবার মনে আসবে। কিন্তু জাঁকজমকপূর্ণ বিয়েতে নারাজ ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর, তাঁরা ব্যাতিক্রমি। তাই খুব সাধারণভাবেই বিয়ে করতে চান তাঁরা। প্রথমে শোনা গিয়েছিল,মহারাষ্ট্রীয় রীতি মেনেই নব জীবনে প্রবেশ করবেন দুই বলিউড-তারকা(Bollywood Star)।কোভিড পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান, আর সেখানেই বড় চমক। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে মেনে নয় বরং কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ফারহান -শিবানী। পরিবার সূত্রে খবর ইতিমধ্যেই শপথগুলি লেখাও হয়ে গেছে দু’জনের। অতিথি তালিকায় থাকছে ঘনিষ্ঠ আত্মীয় আর পরিবার পরিজন। সুত্রের খবর নিমন্ত্রিতদের মধ্যে থাকছেন ফারহানের অত্যন্ত কাছের বন্ধু বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। এছাড়াও থাকছেন রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। বিলাসবহুল বাংলোয় অতিথি আপ্যায়নের সুব্যবস্থা রয়েছে।

বিয়ের নিয়মে কিছু পরিবর্তন আনলেও সাজপোশাকেও কি ভিন্ন ভাবনা?টিনসেল টাউন বলছে, এক্ষেত্রেও চিরাচরিত বলিউডি জাঁকজমক এড়াতে চেয়েছেন হবু-দম্পতি। বিয়ের দিন শ্বেতশুভ্র পোশাকে অতিথিদের সেজে উঠতে অনুরোধ করেছেন ফারহান-শিবানী। নিজেরাও সেজে উঠবেন সেভাবেই । তাহলে আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই এক ফ্রেমে ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর।

Related articles

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...
Exit mobile version