Thursday, August 21, 2025

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন আরও এক বলি দম্পতি। ফারহান আখতার (Farhan Akhtar and Shibani Dandekar)এবং শিবানী ডান্ডেকর, এখন এই জুটিকে নিয়েই আলোচনা টিনসেল টাউনে। কারন শনিবার (Saturday) অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ২০২২, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar)। তবে এই বিয়ে (Marrige)হবে সম্পূর্ণ অন্য ভাবে। চিরাচরিত রীতির বাইরে গিয়ে শপথ(Oath) নিয়ে বিয়ে করবেন ফারহান -শিবানী ।

আরও পড়ুন – আইসিএসই এবং আইএসসি-র দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা এগোল

বলিউড তারকার বিয়ে মানেই চোখ ধাঁধানো আয়োজন। অতীত ঘেঁটে দেখলে ভুরিভুরি উদাহরণ চোখের সামনে ভেসে উঠবে। খুব সম্প্রতি বললে ভিকি-ক্যাট এর কথাই সবার মনে আসবে। কিন্তু জাঁকজমকপূর্ণ বিয়েতে নারাজ ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর, তাঁরা ব্যাতিক্রমি। তাই খুব সাধারণভাবেই বিয়ে করতে চান তাঁরা। প্রথমে শোনা গিয়েছিল,মহারাষ্ট্রীয় রীতি মেনেই নব জীবনে প্রবেশ করবেন দুই বলিউড-তারকা(Bollywood Star)।কোভিড পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান, আর সেখানেই বড় চমক। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে মেনে নয় বরং কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবেন ফারহান -শিবানী। পরিবার সূত্রে খবর ইতিমধ্যেই শপথগুলি লেখাও হয়ে গেছে দু’জনের। অতিথি তালিকায় থাকছে ঘনিষ্ঠ আত্মীয় আর পরিবার পরিজন। সুত্রের খবর নিমন্ত্রিতদের মধ্যে থাকছেন ফারহানের অত্যন্ত কাছের বন্ধু বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। এছাড়াও থাকছেন রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। বিলাসবহুল বাংলোয় অতিথি আপ্যায়নের সুব্যবস্থা রয়েছে।

বিয়ের নিয়মে কিছু পরিবর্তন আনলেও সাজপোশাকেও কি ভিন্ন ভাবনা?টিনসেল টাউন বলছে, এক্ষেত্রেও চিরাচরিত বলিউডি জাঁকজমক এড়াতে চেয়েছেন হবু-দম্পতি। বিয়ের দিন শ্বেতশুভ্র পোশাকে অতিথিদের সেজে উঠতে অনুরোধ করেছেন ফারহান-শিবানী। নিজেরাও সেজে উঠবেন সেভাবেই । তাহলে আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরই এক ফ্রেমে ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version