Saturday, August 23, 2025

ক্যাফেতে তোলাবাজি, তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপের, পাল্টা ধুইয়ে দিলেন কুণাল

Date:

যোধপুর পার্ক ক্যাফেতে (Jodhpur Park Cafe) তোলাবাজির ঘটনায় কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ক্যাফেতে তোলাবাজি প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাল্টা ধুইয়ে দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দিলীপ ঘোষ বলেন, “দল-সরকারের উপর নেত্রীর কোনও কন্ট্রোল নেই। ওনার কথা কেউ শোনেন না।” এরপরই তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “পার্টি বলে কিছু নেই। সব পদ বাদ দিয়ে গ্যাং তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন গ্যাংস্টার।”

আরও পড়ুন: গণতন্ত্র নিয়ে ভাষণে নেহেরুর প্রশংসা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, রাষ্ট্রদূতকে তলব দিল্লির

দিলীপের মন্তব্যের পাল্টা ক্যাফেতে তোলাবাজি প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “অবশ্যই যা হয়েছে অন্যায় হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এমনটা হওয়া উচিত হয়নি। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ফুটপাতে দোকান বসানো নিয়ে একটি অভিযোগ রয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” দিলীপ ঘোষের তোলাবাজ মন্তব্যে পাল্টা কুণাল বলেন, “সবচেয়ে বড় তোলাবাজ শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে রয়েছেন। সারদা কর্তা নিজে লিখে দিয়েছিলেন যে ৬ কোটি টাকা তোলাবাজির জন্য তাকে দিতে হয়েছে। তাকে আশ্রয় দিয়ে বিজেপিতে রেখে দিয়েছেন। আগের সেই তোলাবাজের কথা বলুন তারপর এই তোলাবাজির কথা বলবেন।”

গতকালই বিতর্কের জেরে বন্ধ হয়েছে ‘যোধপুর পার্ক উৎসব’। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। উচ্চ নেতৃত্বের চাপে বন্ধ করে দেওয়া হল যোধপুর পার্ক উৎসব। উল্লেখ্য, কলকাতার যোধপুর পার্কের (Jodhpur Park Cafe) একটি ক্যাফেতে  তোলাবাজির অভিযোগ ওঠে। ‘যোধপুর পার্ক উৎসব’-এর নাম করে টাকা চাইছিলেন তারা। যোধপুর পার্ক উৎসবের বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে ক্যাফে মালিককে টাকা দিতে চাপ দেওয়া হয়। ক্যাফের মালিকিন টাকা দিতে অস্বীকার করায় ‘যোধপুর পার্ক (Jodhpur Park) উৎসব’-এর উদ্যোক্তারা বুধবার রাতে ক্যাফের সামনে জমায়েত করেন বলে অভিযোগ। এরপর লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্যাফের মালকিন। পুলিশ জানিয়েছে, তদন্ত নেমেছে তারা। দোষীদের কঠোর শাস্তি হবে।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version