Saturday, May 10, 2025

বান্ধবী  বার ডান্সার,  তাকে নিয়ে রাতের অন্ধকারে ঘুরতে বেরিয়ে কাল হল! চোর সন্দেহে তরুণ প্রোমোটারকে পিটিয়ে খুন করল গ্রামবাসী। খাস কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে বারুইপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই প্রোমোটারকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর বন্ধুদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভীক মুখোপাধ্যায় (৩৫)। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকার বাসিন্দা। অভীক মুখোপাধ্যায় পেশায় তরুণ প্রোমোটার ছিলেন।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বার ডান্সার বান্ধবী প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে বারুইপুরের বেগম পুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই এলাকাবাসী চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তাঁকে খুন করে। যদিও অভীককে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে তাঁর বন্ধুদের অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ বারুইপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা সরকারকে একটি এন্ডফিল বাইকে করে নিয়ে ২০০ কলোনির কাছে বেড়াতে গিয়েছিলেন অভীক। বাইক ও প্রিয়াঙ্কাকে রাস্তার উপরে দাঁড় করিয়ে তিনি খানিকটা দূরে বাথরুম করতে যান। তখনই স্থানীয় বাসিন্দারা চড়াও হয়ে গণপিটুনি দেয় বলে অভিযোগ। চোর সন্দেহেই তাঁকে গণপিটুনি দেওয়া হয় জানিয়ে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ অভীককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। এদিকে, এত কিছু ঘটনা ঘটলেও প্রিয়াঙ্কার দেখা মেলেনি। যদিও শেষ পর্যন্ত পুলিশ প্রিয়াঙ্কাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে গোটা ঘটনায় প্রিয়াঙ্কা সহ এলাকাবাসীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন অভীকের বন্ধু সহ পরিজনরা।

 

Related articles

ভারতের সুদর্শন চক্র-এয়ারবেস ধ্বংসের দাবি ভুয়ো, ছবি দেখিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস ভারতের

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর থেকে প্ররোচনা দিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি বজায় রাখতে মিথ্যাচারের আশ্রয় পাকিস্তানের (Pakistan)।...

ড্রোনের পাশাপাশি হাইস্পিড মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের, সাংবাদিক বৈঠকে জানালো সেনা

ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার প্ররোচনা পাকিস্তানের। ড্রোনের পাশাপাশি এবার ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা (Pakistan tried Missile attack) চালানোর...

ক্রমাগত নাগরিক হত্যা! পাক হামলায় প্রয়াত কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক, শোক মুখ্যমন্ত্রীর

যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো...

ভোরে জম্মুতে ‘হেভি শেলিং’, পাকিস্তানের ৪ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত

শনিবার ভোর রাতে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হলো...
Exit mobile version