Wednesday, November 5, 2025

অভীকই তাঁর বান্ধবীকে ধান ক্ষেতে নিয়ে গিয়েছিল ঘুরতে, প্রোমোটার খুনে ঘনাচ্ছে রহস্য

Date:

বারুইপুরে প্রোমোটর (Promoter Murder Case) খুনের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। গ্রেফতার করা হয়েছে এক মহিলা-সহ মোট ৩ জনকে। ধৃতরা হলেন অতনু বালা, ফনি রায় এবং মলিনা সর্দার। মৃত অভীক মুখোপাধ্যায়ের পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে।

শুক্রবার রাতে মৃত অভীকের (Abhik Mukherjee) এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ওই বান্ধবী ঘটনার সময় মৃতের সঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। পরে তাঁকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। ওই তরুণীর কথায়, “অভীদা আমাকে ফোন করে জিজ্ঞেস করে বেরোবি? আমি বলি ঠিক আছে। আমরা প্রায়ই বেরতাম। এরকম হবে ভাবিনি। ওই জায়গাটাতে অভীদাই আমাকে নিয়ে গিয়েছিল। ওর ধান ক্ষেত দেখতে ইচ্ছে হয়েছিল। ওখানে আমরা গল্প করছিলাম। গ্রামের লোকের হঠাৎ টর্চ জ্বালায়। আমরা পালিয়ে যাচ্ছিলাম। যেহেতু ওর বাইকটা ছিল, বাইকটা নিতে গিয়ে ও ধরা পড়ে যায়। আমাকে পায়নি।”

আরও পড়ুন-Subhendu: জনবিচ্ছিন্ন! কেন্দ্রীয় নিরাপত্তার বহর বাড়িয়ে চলেছেন শুভেন্দু, তীব্র কটাক্ষ কুণালের

খুনের ঘটনার সঙ্গে ওই তরুণীর যোগ রয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। মৃতের বাবা-মায়ের দাবি, “বলা হচ্ছে চোর সন্দেহে নাকি আমার ছেলেকে গ্রামবাসীরা খুন করেছে। এনফিল্ড নিয়ে, আট-দশ হাজার টাকার জুতো এবং সোনার চেন পরে, পকেটে ত্রিশ হাজার টাকা নিয়ে কি কেউ চুরি করতে যাবে?”

ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ নম্বর কলোনীতে। ল্যাম্পপোস্টে বেঁধে প্রোমোটর (Promoter Murder Case) অভীক মুখোপাধ্য়ায়কে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় চুরির ঘটনা ঘটছিল। এর জেরেই ওই প্রোমটারকে চোর সন্দেহে গণপিটুনি দেন গ্রামবাসীরা। এতেই মৃত্যু হয় ওই প্রোমোটারের।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version