Thursday, August 21, 2025

শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

Date:

”শুভেন্দুই একমাত্র ময়দানে আছে। বিজেপির বাকি নেতারা ঘরে ঢুকে গিয়েছেন। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না।” কার্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

একুশের বিধানসভা ভোটের আগে জার্সি বদল করে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়করাও ছিলেন। যে আশা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, সে গুড়ে বালি হয়েছে। ভোটের ফল প্রকাশের পর অনেকেরই ঘর ওয়াপসি হয়েছে। আবার অনেকেই কার্যত রাজনৈতিক সন্ন্যাসে চলে গিয়েছেন।

আরও পড়ুন: পিপিপি মডেলে স্কুল ভুয়ো, সাফ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

যদিও বিরোধী দলনেতা হয়ে এখনও বিজেপিতে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবং এটাকেই ব্যতিক্রমী বলছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের বিভিন্ন জেলায় এখন পুরভোটের প্রচার করছেন শুভেন্দু। তবে দলের বাইরে কিংবা অন্দরে সবকিছুই যে শুভেন্দুকে কেন্দ্র করে খুব মসৃণভাবে হচ্ছে তা নয়, দলের মধ্যেও যেমন বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে রয়েছেন শুভেন্দু ঠিক একইভাবে পুরভোটের প্রচারে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে তাঁকে “গো ব্যাক” স্লোগান শুনতে হচ্ছে।

এদিন শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ফিরহাদের কথায়, “শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছে। তাহলে কি ঘর ওয়াপসি?” কিন্তু ফিরহাদ হাকিম স্পষ্ট করে দেন, ”তৃণমূল পরিবারে শুভেন্দুর কোনও জায়গা নেই। ওকে নেওয়া হবে না।”

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version