Friday, August 22, 2025

শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

Date:

”শুভেন্দুই একমাত্র ময়দানে আছে। বিজেপির বাকি নেতারা ঘরে ঢুকে গিয়েছেন। শুনেছি, শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না।” কার্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

একুশের বিধানসভা ভোটের আগে জার্সি বদল করে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়করাও ছিলেন। যে আশা নিয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, সে গুড়ে বালি হয়েছে। ভোটের ফল প্রকাশের পর অনেকেরই ঘর ওয়াপসি হয়েছে। আবার অনেকেই কার্যত রাজনৈতিক সন্ন্যাসে চলে গিয়েছেন।

আরও পড়ুন: পিপিপি মডেলে স্কুল ভুয়ো, সাফ জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

যদিও বিরোধী দলনেতা হয়ে এখনও বিজেপিতে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবং এটাকেই ব্যতিক্রমী বলছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের বিভিন্ন জেলায় এখন পুরভোটের প্রচার করছেন শুভেন্দু। তবে দলের বাইরে কিংবা অন্দরে সবকিছুই যে শুভেন্দুকে কেন্দ্র করে খুব মসৃণভাবে হচ্ছে তা নয়, দলের মধ্যেও যেমন বিভিন্ন ইস্যুতে অস্বস্তিতে রয়েছেন শুভেন্দু ঠিক একইভাবে পুরভোটের প্রচারে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে তাঁকে “গো ব্যাক” স্লোগান শুনতে হচ্ছে।

এদিন শুভেন্দু প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। ফিরহাদের কথায়, “শুভেন্দুই একমাত্র ময়দানে আছেন। বাকি বিজেপি নেতারা ঘরে ঢুকে গিয়েছে। তাহলে কি ঘর ওয়াপসি?” কিন্তু ফিরহাদ হাকিম স্পষ্ট করে দেন, ”তৃণমূল পরিবারে শুভেন্দুর কোনও জায়গা নেই। ওকে নেওয়া হবে না।”

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version