Friday, December 26, 2025

ঋদ্ধিকে সাংবাদিকের হুমকির ঘটনার পরই নড়েচড়ে বসল বিসিসিআই, নতুন গাইডলাইন বিসিসিআইয়ের

Date:

Share post:

গতকালই নিজের টুইটারে এক সাংবাদিকের লেখা স্ক্রিনশট শেয়ার করেন ঋদ্ধিমান সাহা ( Wriddhiman Saha)। যেখানে তিনি দাবি করেছেন, ‘সম্মানিত’ এক সাংবাদিকের হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এই ঘটনায় এবার আসরে নামল বিসিসিআই।

আর এই ঘটনার পরই নড়েচড়ে বসল বিসিসিআই। ইতিমধ্যেই ঋদ্ধিকে সেই সাংবাদিকের নাম প্রকাশের জন্য অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া এই বিষয়টিকে মাথায় রেখে মিডিয়ার জন্য নয়া গাইডলাইন প্রকাশ করল বিসিসিআই।

শ্রীলঙ্কা সিরিজ থেকেই চালু হবে এই নয়া গাইডলাইন

এই নয়া গাইডলাইনের নতুন নিয়মগুলি হল –

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সঙ্গে কোনও বার্তালাপ করা যাবে না।

সমস্ত যোগাযোগ বিসিসিআইয়ের মিডিয়া ম্যানেজার মারফত যেতে হবে।

একই গাইডলাইন প্রযোজ্য হবে অনুর্ধ্ব ১৯ ক্রিকেটারদের জন্য।

ক্রিকেটাররা কেবল মিডিয়া ম্যানেজারকে নিয়েই সাংবাদিক বৈঠক কিংবা কোনও জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবে। আর তা হবে বিসিসিআইয়ের অনুমোদনের পরেই।

যদিও কোনও সাংবাদিক বিসিসিআইয়ের অনুমতি ছাড়া চুক্তিবদ্ধ ক্রিকেটার সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাহলে তাকে ন্যুনতম এক বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে।

এই নিয়ে এক শীর্ষস্থানীয় বিসিসিআই আধিকারিক বলেছেন, “যা ঘটেছে তা হওয়া উচিত হয়নি। আমরা সাংবাদিকদের সম্মান করি এবং বুঝতে পারি যে কিছু সময়ে, ওদেরও সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে চাপ থাকে। কিন্তু সেই সম্পর্কগুলির ভুল ব্যবহার করলে চলবে না। আমরা কিছু নতুন গাইডলাইন মিডিয়ার জন্য এনেছি, যার মাধ্যমে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা যাবে, যেহেতু প্রতিটা ক্রিকেটারের সাথে সংযোগ স্থাপন বন্ধ করা সম্ভব নয়।”

ঘটনার সূত্রপাত গতকালের ঋদ্ধির একটি পোস্টকে ঘিরে। নাম না করে ওই সাংবাদিকের পাঠানো মেসেজের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পাপালি। যেখানে তিনি জানান, দল থেকে বাদ পড়া নিয়ে কোনও কথা বলতে না চাওয়ায় তাঁকে রীতিমতো এক সাংবাদিকের হুমকির মুখে পড়তে হয়েছে। শেয়ার করা স্ক্রিনশটে লেখা রয়েছে, ঋদ্ধিমান ফোন না ধরায় তিনি অপমানিত বোধ করেছেন। আর তিনি অপমান হালকাভাবে নেন না। আর এর পরই আক্ষেপের সুরে পাল্টা পোস্টের ক্যাপশনে বাংলার উইকেটরক্ষক লেখেন, “ভারতীয় ক্রিকেটে এতদিনের অবদানের পর এটাই আমার প্রাপ্তি ছিল। একজন সম্মানীয় সাংবাদিকের থেকে এমন মেসেজ পেতে হচ্ছে। এই পথেই এগিয়েছে সাংবাদিকতা।”

আরও পড়ুন:Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...