Saturday, May 3, 2025

CAB: ঋদ্ধির আচরণে ক্ষুব্ধ সিএবি সচিব, বললেন, সৌরভের সঙ্গে আলোচনা প্রকাশ্যে আনা উচিত হয়নি ওর

Date:

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) আচরণে ক্ষুদ্ধ সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ( Snehasish Ganguly)। সৌরভ গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান সাহা বিষয় নিয়ে এবার মুখ খুললেন তিনি। এদিন স্নেহাশিস বললেন, সৌরভের সঙ্গে যা আলোচনা হয়েছিল ঋদ্ধির, তা এভাবে প্রকাশ্যে আনাটা উচিত হয়নি ওর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল থেকে বাদ পড়ার পরই বোমা ফাঁটান ঋদ্ধি। গতকাল এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ঋদ্ধি বলেন,” দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন ‘যতদিন আমি আছি, তোকে কিছু ভাবতে হবে না।’ এরপরই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট মহল। রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের ফাঁকেই তারই পাল্টা দিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,” সৌরভ ওকে কী টেক্সট পাঠিয়েছে, সেটা সংবাদমাধ্যমে ফাঁস করা ঠিক হয়নি ঋদ্ধির। এটি আমার ব্যক্তিগত মত, তবে বিসিসিআই বা মুখ্য নির্বাচকের সঙ্গে যা আলোচনা হয়েছে ঋদ্ধিমানের, তা একান্তই ব্যক্তিগত ছিল। ওর হয়ত এটা সর্বসমক্ষে বলাটা উচিত হয়নি।”

এদিকে ঋদ্ধির ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে যখন সারা দেশ উত্তাল, বিভিন্ন প্রান্ত থেকে আবেগপূর্ণ সমর্থন আসছে, তখন ইডেনে দাঁড়িয়ে  সিএবি সচিবের একেবারে উল্টো সুর। এই নিয়ে স্নেহাশিস বলেন, “চেতন শর্মাকে আমরা জিজ্ঞেস করতে যাব না, ঋদ্ধির সঙ্গে ওরা এরকম করল কেন! রঞ্জি ট্রফিতে যদি ও পরপর দু’টো সেঞ্চুরি করে, আবারও ওর দরজা খুলে যেতে পারে। ক্রিকেটার হলে তোমাকে খেলে যেতেই হবে।”

এদিকে ব্যক্তিগত কারণের জন্য চলতি মরশুমে রঞ্জি ট্রফি থেকে অব্যাহতি নিলেও প্রয়োজনে আবারও দলে ফিরতে পারেন ঋদ্ধি। এই নিয়ে স্নেহাশিস বলেন, “হয়ত ও রঞ্জি ট্রফি খেলতেই পারত। ও ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছে আর আমাদের তা সম্মান করা উচিত। ওর জন্য দরজা সব সময় খোলা, যখনই ওর ইচ্ছা হবে দলে যোগ দিতে পারবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version