ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যুর প্রতিবাদ কলকাতায়। সোমবার, কলকাতার রাজপথে মিছিল করেন বামপন্থী বিশিষ্টজনেরা। সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikashranjan Bhattacharya), ফুয়াদ হালিম (Fuyad Halim)-সহ প্রতিবাদ মিছিলে সামিল হন দেবদূত ঘোষ, বাদশা মৈত্ররা। মিছিল থেকে ছাত্রনেতার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়।

অবশ্য এর আগেই আনিসের মৃ্ত্যুতে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫দিনের মধ্যে সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন:২৪-এর প্রস্তুতি: মার্চে বিরোধীদের সঙ্গে বৈঠক করবেন সোনিয়া

এদিকে, আনিস মৃত্যুর প্রতিবাদে এন্টালিতে বিক্ষোভ দেখায় কংগ্রস। পুলিশ বাধা দিলে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি বাধে। পরে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

