Saturday, November 8, 2025

Mamata Banerjee : শিশুদের বাংলা শেখাতেই হবে, এটা অভিভাবকদের দায়িত্ব: মুখ্যমন্ত্রী

Date:

আমরা যত ভাষাই জানি না কেন, যত রকমের ভাষাই শিখি না কেন, মাতৃভাষা কিন্তু জানতেই হবে। ইংরেজি -হিন্দি কাজের প্রয়োজনে, উচ্চশিক্ষার প্রয়োজনে সবাইকেই জানতে হবে- শিখতে হবে -বুঝতে হবে। কিন্তু বাংলা আমাদের মায়ের ভাষা । বাংলাও কিন্তু জানতেই হবে। প্রত্যেক শিশুকে বাংলা ভাষা শিখতে হবে। আর শিশুদের বাংলা শেখানোর দায়িত্ব অভিভাবকদেরই । সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (international Mother Language Day, 21 february) দিনে দেশপ্রিয় পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee) । মুখ্যমন্ত্রী বলেন আমি ইংরেজি গান, হিন্দি গান জানি। শুনিও। কিন্তু বাংলা গানকে অসম্ভব ভালোবাসি। বাঙালি কবিদের লেখা গান, বাঙালি শিল্পীদের গাওয়া গান আমার খুব ভালো লাগে। তিনি বলেন ‘আমার ভাবতেই গর্ব হয় যে

আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান, দুটিই বাংলার গান । দুই বাঙালি কবির লেখা । জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । আর জাতীয় গান বন্দে মাতরম – এর রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন ভাষা দিবসের মঞ্চে দাঁড়িয়ে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এবং বাপি লাহিড়ীরকে স্মরণ করেন । এই কিংবদন্তি শিল্পীরা একবার আমাদের ছেড়ে চলে গেলে আর যে ফিরে পাওয়া যায় না , নতুন করে আর যে তৈরি হয় না তা অত্যন্ত ব্যথার সঙ্গে ব্যক্ত করলেন তিনি ।

এদিন মুখ্যমন্ত্রী সদ্যপ্রয়াত ক্রীড়াবিদ সুরজিৎ সেনগুপ্তকেও স্মরণ করেছেন।

ভাষা আন্দোলনের সঙ্গে জড়িতদের স্মৃতি রক্ষার্থে স্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version