Thursday, November 13, 2025

Mamata Banerjee : শিশুদের বাংলা শেখাতেই হবে, এটা অভিভাবকদের দায়িত্ব: মুখ্যমন্ত্রী

Date:

আমরা যত ভাষাই জানি না কেন, যত রকমের ভাষাই শিখি না কেন, মাতৃভাষা কিন্তু জানতেই হবে। ইংরেজি -হিন্দি কাজের প্রয়োজনে, উচ্চশিক্ষার প্রয়োজনে সবাইকেই জানতে হবে- শিখতে হবে -বুঝতে হবে। কিন্তু বাংলা আমাদের মায়ের ভাষা । বাংলাও কিন্তু জানতেই হবে। প্রত্যেক শিশুকে বাংলা ভাষা শিখতে হবে। আর শিশুদের বাংলা শেখানোর দায়িত্ব অভিভাবকদেরই । সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (international Mother Language Day, 21 february) দিনে দেশপ্রিয় পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee) । মুখ্যমন্ত্রী বলেন আমি ইংরেজি গান, হিন্দি গান জানি। শুনিও। কিন্তু বাংলা গানকে অসম্ভব ভালোবাসি। বাঙালি কবিদের লেখা গান, বাঙালি শিল্পীদের গাওয়া গান আমার খুব ভালো লাগে। তিনি বলেন ‘আমার ভাবতেই গর্ব হয় যে

আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান, দুটিই বাংলার গান । দুই বাঙালি কবির লেখা । জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । আর জাতীয় গান বন্দে মাতরম – এর রচয়িতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন ভাষা দিবসের মঞ্চে দাঁড়িয়ে সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এবং বাপি লাহিড়ীরকে স্মরণ করেন । এই কিংবদন্তি শিল্পীরা একবার আমাদের ছেড়ে চলে গেলে আর যে ফিরে পাওয়া যায় না , নতুন করে আর যে তৈরি হয় না তা অত্যন্ত ব্যথার সঙ্গে ব্যক্ত করলেন তিনি ।

এদিন মুখ্যমন্ত্রী সদ্যপ্রয়াত ক্রীড়াবিদ সুরজিৎ সেনগুপ্তকেও স্মরণ করেছেন।

ভাষা আন্দোলনের সঙ্গে জড়িতদের স্মৃতি রক্ষার্থে স্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version