Thursday, January 15, 2026

২৪-এর প্রস্তুতি: মার্চে বিরোধীদের সঙ্গে বৈঠক করবেন সোনিয়া

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনকে(Parlament Election) পাখির চোখ করে এখন থেকেই কোমর বাঁধতে শুরু করে দিয়েছে বিরোধীরা(Opposition)। বিজেপি(BJP) বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনতে এবার তৎপর হলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। জানা যাচ্ছে, মার্চ মাসেই দেশের সমস্ত অবিজেপি রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিরোধীদের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ করা হবে বলে ঠিক হয়েছে।

আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া আর মণিপুরে নির্বাচনের ফলপ্রকাশ। এই নির্বাচনের পরই স্পষ্ট হয়ে যাবে দেশে এখনও নরেন্দ্র মোদির ক্যারিস্মা ঠিক কতখানি। পাশাপাশি কংগ্রেসের ক্ষমতা বাড়ল নাকি আরও কমল। গোটা বিষয়টি স্পষ্ট হওয়ার পর ডাকা হবে বৈঠক। আগামী ১৪ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ঠিক সেই সময়ে সোনিয়ার ডাকা এই বৈঠক রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ২৪-এর নির্বাচনে দেশ থেকে বিজেপি শক্তিকে সরানোর রণকৌশল এই বৈঠকে ঠিক হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Delhi: আনিসের রহস্যমৃত্যুতে দিল্লিতে প্রতিবাদের চেষ্টা SFI-এর, মিলল না সমর্থন

উল্লেখ্য, শেষবার এই ধরনের বৈঠক সম্পন্ন হয়েছিল ২০২১ সালের ২০ অগাস্ট। করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি হওয়া সেই বৈঠকে যে সার কথা উঠে এসেছিল তা হল ‘দেশের স্বার্থেই বিজেপি বিরোধীদের একজোট হতে হবে’। ওই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, কয়েকটি দলের নেতানেত্রীকে নিয়ে কোর গ্রুপ তৈরি করার। যদিও তা হয়নি। এরপর অবশ্য নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। বহু রাজ্যে কংগ্রেস- তৃণমূল সমীকরণে বদল এসেছে। সুস্মিতা দেব, লুজিনহো ফেলেইরিও, কীর্তি আজাদের মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যোগ দিয়েছেন তৃণমূলে। কড়া সুরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইউপিএ বলে জাতীয় রাজনীতিতে আর কিছু নেই। যদিও বিজেপির বিরুদ্ধে লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য কোনওভাবেই হাতছাড়া করতে চান না কংগ্রেস সুপ্রিমো। তাই বিজেপিকে হারাতে ২৪-এর ব্লুপ্রিন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়ার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...