Thursday, November 13, 2025

পুরভোটের প্রচারের আগেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন নদিয়ার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। সোমবার দলীয় কর্মীদের নিয়ে চাকদায় পুরভোটের প্রচারে গিয়ে বিধায়ক বলেন, ‘ভোটদানে বাধা দিলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন’। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। বিজেপি বিধায়কের এহেন উস্কানিমূলক মন্তব্যে রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়েছে।

আরও পড়ুন:আনিস মৃত্যুরহস্য! কঠোর সিট, সাসপেন্ড ৩ পুলিশকর্মী

সোমবার বিকেলে নদিয়ার চাকদায় নির্বাচনী প্রচারসভা করেন বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ। পদ্মচিহ্নে ভোট দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনী সভামঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ আঠেরো সালের পঞ্চায়েত আর পনেরো সালের পৌরসভা নির্বাচনের কথা স্মরণ করে আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা নিজেরা প্রয়োগ করুন।  আর যদি আপনাদের বাধা দেয়, তাহলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে চলে আসবেন।’

এপ্রসঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, ‘ এটা খুবই দুর্ভাগ্যজনক কথা। নির্বাচিত জনপ্রতিনিধি, একজন বিধায়ক হয়ে এই কথা বলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে প্রচার করছেন চাকদায়। কোনও বাধা বিঘ্নের মধ্যে তিনি এখনও পড়েননি। চাকদা শহরের মানুষ অথবা তৃণমূল কংগ্রেস দল কখনোই বিরোধীদের বাধা দেয়নি। মানুষ ওঁদের সঙ্গে নেই।  শালীনতা বজায় রেখে কথা বলুন। ভাষার যাতে অপব্যবহার না হয়, সেটাই কামনা করি।’

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version