Tuesday, November 11, 2025

দেশের ভূখণ্ড কোনওমতে রাশিয়ার হাতে তুলে দেব না: ইউক্রেন প্রেসিডেন্ট

Date:

দেশের (Ukraine) ভূখণ্ড কোনওমতে রাশিয়ার (Russia) হাতে তুলে দেওয়া যাবে না। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)।

ইউক্রেনের প্রেসিডেন্টের (Volodymyr Zelenskyy) অভিযোগ, মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অশান্তি সৃষ্টি করছে রাশিয়া। এরপরই তিনি বলেন, “আমরা রাশিয়ার হাতে ভূখণ্ড তুলে দেব না। এই পরিস্থিতিতে আমরা বন্ধু দেশগুলির কাছ থেকে সাহায্য পাব বলে আশা করছি।”

আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতি: ইউক্রেনে থাকা ভারতীয়দের ফেরাতে দিল্লি থেকে রওনা এয়ার ইন্ডিয়ার

রাশিয়ার দাপাদাপিতে যে ইউক্রেন  কোনওভাবেই দমে যাবে না সেই বার্তাও দিয়েছেন জেলেনস্কি। সূত্রের খবর, ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কথা হয়েছে জার্মানি, ব্রিটেন-সহ একাধিক মিত্র দেশের সঙ্গেও। এছাড়া রাশিয়ার সেনাবাহিনী কিয়েভে ঢুকে পড়লে জেলেনস্কিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা বলেও খবর সূত্রের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russia President Vladimir Putin) এই পদক্ষেপের ফলে কূটনৈতিক মহল আশঙ্কা করছে, পশ্চিম ইউরোপের দেশগুলির সরকারের সঙ্গে সংঘাত শুরু হতে পারে রাশিয়ার। জানা যাচ্ছে, ডোনেতস্ক ও লুহানস্ক এলাকায় রুশ সেনাবাহিনী প্রবেশ করেছে বলে খবর। অন্যদিকে, এই ঘোষণার পরই বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ওই দুই প্রদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে বলে ঘোষণা করেছে জো বাইডেনের দেশ।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version