Friday, August 22, 2025

তিন ফরম্যাটের নেতৃত্ব, বিরাট সম্মান, দুর্দান্ত অনুভূতি: রোহিত

Date:

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি যুগের অবসান ঘটেছে। তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়ার (Team India) নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার মিডিয়ার মুখোমুখি হয়ে রোহিত জানিয়ে দিয়েছেন, বিরাট ও তাঁকে যেমন কেউ তৈরি করেছিল, তেমন তিনিও পরবর্তী নেতা তৈরি করে দিয়ে যেতে চান।

পরবর্তী প্রজন্মের অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তিনটি নাম উঠে এসেছে—কেএল রাহুল (K L Rahul), ঋষভ পন্থ (Rishabh Pant) এবং জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রোহিতের বক্তব্য, ‘‘ওরা প্রত্যেকেই পরিণত ক্রিকেটার। তবে ওদের পাশে থাকতে হবে। কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে গাইড করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদেরও কেউ তৈরি করেছিল। আমিও ভবিষ্যতের নেতা তৈরিতে অবদান রাখতে পারলে খুশিই হবো।’’

একই সঙ্গে রোহিত (Rohit Sharma) আরও জানাচ্ছেন, তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াটা তাঁর জন্য বিরাট বড় সম্মান। একই সঙ্গে দুর্দান্ত অনুভূতিও। তাঁর বক্তব্য, ‘‘তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে গর্বের এবং সম্মানের বিষয়। দুর্দান্ত অনুভূতিও। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপাতত ফোকাস সেদিকেই রয়েছে।’’ তবে প্রশ্ন উঠছে, রোহিতের ফিটনেস নিয়ে। টানা তিন ফরম্যাটে খেলার ধকল তাঁর শরীর নিতে পারবে তো!

আরও পড়ুন: ‘তোমার কামব্যাক আমাদের প্রেরণা’: যুবির চিঠির জবাবে বিরাট

হিটম্যান যদিও বলছেন, ‘‘এই মুহূর্তে এটা কোনও সমস্যা নয়। আমি তিন ফরম্যাটেই খেলার জন্য তৈরি।’’ রোহিতের বাড়তি সংযোজন, ‘‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির ওপরে। কখনও কখনও আপনি প্রয়োজনে ব্রেক নিতেই পারেন। তখন আপনরা জায়গায় অন্য কেউ খেলবে।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মাদের মতো সিনিয়ররা। প্রধান নির্বাচক চেতন শর্মা সেই সময় রাহানেদের রঞ্জিতে ভাল পারফরম্যান্স করার পরামর্শ দিয়েছিলেন। এদিন রোহিতের মুখেও একই কথা। তবে শুধু অভিজ্ঞদের নয়, সফররাজ খান, যশ ধুলদের মতো তরুণদেরও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পরামর্শ দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘ওদের একটা কথাই বলতে চাই, রঞ্জিতে যত পার রান করে যাও। যেভাবে হনুমা বিহারী, শ্রেয়স আইয়ার, শুভমান গিলরা সুযোগ পেয়েছে, তোমরাও সুযোগ পাবে।’’

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) চোট পেয়ে ছিটকে যাওয়া প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ‘‘সূর্যর জন্য খারাপ লাগছে। ও খুব ভাল ফর্মে ছিল। তবে চোট-আঘাত সমস্যা তো আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের হাতে বিকল্পের অভাব নেই।’’

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version