Saturday, November 8, 2025

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হল ‘মহিষাসুরমর্দ্দিনী’

Date:

১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেল রঞ্জন ঘোষের ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’। ছবিটিতে মুখ্য ভুমিকায় আভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ‘মহিষাসুরমর্দ্দিনী’ । দেশে -বিদেশে প্রচুর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। তবে তার মধ্যে মাত্র ৪৬ টি ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসার অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। তারমধ্যেই রয়েছে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৩ তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছর অনুষ্ঠিত হবে ৩ থেকে ১০ মার্চ।

 

‘মহিষাসুরমর্দ্দিনী’ র পরিচালক রঞ্জন ঘোষ বলেন, ভারতীয় সিনেমার বিভাগে মনোনীত হলেই বর্তে যেতাম। সেটা যে এশিয়ান ছবির বিভাগে মনোনীত হবে তা কস্মিনকালেও ভাবিনি। এই বিভাগে সিলেক্ট হওয়া মানে ভারতের প্রতিনিধিত্ব করা। তাই আমি খুবই আপ্লুত।’ ফিল্ম ফেস্টিভাল সিলেকশন হলে কিছু সিনেমা বিশেষজ্ঞের কাছে ছবিটা পৌঁছায় যাঁরা স্বীকৃতি দিচ্ছেন যে ছবিটা ভালো। সেখানে ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্ব, এটা থেকে আমরা উৎসাহ পাই। মনোনয়নই উৎসাহের কারণ হয়ে ওঠে। পাশাপাশি দর্শকের কাছে বার্তা যায় যে এই সিনেমাটি ভালো ও উৎকর্ষ মানের। আপনারা দেখতে পারেন। অনেক সময়ই ট্রেলার দেখে দর্শকেরা বুঝতে পারেন না এটা ভালো না খারাপ হবে, তাঁদের জন্য ফেস্টিভালে সিলেকশনটা গুরুত্বপূর্ণ। পুজোর আগেই রিলিজ করার ইচ্ছা আছে। পুরোটাই আমার প্রযোজকের হাতে, তাঁরা চান পুজোর আগে রিলিজ করতে।

‘মহিষাসুরমর্দ্দিনী’ সম্পর্কে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন,’মহিষাসুরমর্দিনী নারীর ক্ষমতায়ন নিয়ে তৈরি একটি ছবি। এটা এক রাতের গল্প। ছবিতে প্রতিটি চরিত্রের মধ্যে সমাজের প্রতিফলন রয়েছে। মেয়েদের উপর চারিদিকে যে অত্যাচার চলছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিটি চরিত্রকে দিয়ে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলানো হবে।’

 

 

Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version