Saturday, August 23, 2025

যুদ্ধ নয় শান্তি চাই: ইউক্রেন সঙ্কটে বিশ্বজুড়ে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ

Date:

রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে তিনদিক থেকে চক্রব্যূহ তৈরি করে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া(Russia)। বেলাগাম হামলায় কোণঠাসা ইউক্রেন(Ukraine)। লড়াই অসম হলেও দেশের স্বাধীনতা রক্ষার্থে শেষ পর্যন্ত লড়াই জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। তবে রাশিয়ার এহেন আগ্রাসী মনোভাব মোটেই ভালো চোখে নিচ্ছে না বিশ্ববাসী। যার জেরে রাশিয়ার অন্দরে তো বটেই গোটা পৃথিবী জুড়ে শুরু হল রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ(Protest)। পৃথিবীর বহু শহরে রাশিয়ান দূতাবাসের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হতে দেখা গেল হাজার হাজার মানুষকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে সকলের মুখে স্লোগান, ‘যুদ্ধ নয় শান্তি চাই’।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ সূত্রে জানা গিয়েছে, লন্ডন থেকে নিউ ইয়র্ক, বেইরুট থেকে ইস্তানবুল সমস্ত জায়গায় প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ। কারও হাতে রয়েছে ইউক্রেনের জাতীয় পতাকা। কেউ আবার ইউক্রেনের সমর্থনে গলা চড়িয়েছেন। ইউক্রেনের রাশিয়ান দূতাবাসের সামনে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শয়ে শয়ে ইউক্রেনবাসী। প্রতিবাদ চলছে রাশিয়ার অন্দরেও। রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, নিজনি নভগোরদ সহ অন্যান্য শহরে যুদ্ধবাজ পুতিনের বিরুদ্ধে পায়ে পা মিলিয়েছেন মানুষ।

এছাড়াও পৃথিবীর বহু শহরে চলছে রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার ৫০ টি শহরের পাশাপাশি আমস্টারডাম, এথেন্স, অস্টিন, বার্সেলোনা বেইরুট, বার্লিন, বার্ন, বুদাপেস্ট, শিকাগো, কোপেনহেগেন, ডেনভার, ডাবলিন, এডিনবার্গ, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, হিউস্টন, ইস্তানবুল, ক্রাকো, লন্ডন, মাদ্রিদ, মেলবোর্ন, মিলান, নেপলস, নিউ ইয়র্ক সিটি, নিস, ওসলো, অটোয়া, প্যারিস, প্যারাগুয়ে, রোম, সান ফ্রান্সিসকো, স্টকহোম, সিডনি, তাল্লিন, তিবিলিসি, তেল আবিব, দ্য হেগিউই, টোকিও, তুরিন, ভিয়েনা, ভিলনিয়াস, ওয়ারশ, ওয়াশিংটন ডিসি, ওয়েলিংটন। সমস্ত জায়গাতেইইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধবাজ পুতিনের বিরুদ্ধে সুর তুলেছেন সাধারণ মানুষ।

বিশ্বের যে সব শহরে চলছে প্রতিবাদ

অন্যদিকে, নিজের দেশে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে নামা সাধারণ মানুষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে পুতিন সরকার। গতকাল রাশিয়ার ৫৪ টি শহরে পুতিনের বিরুদ্ধে সরব হওয়া ১,৭৪৫ প্রতিবাদীকে গ্রেফতার করেছে রাশিয়ার পুলিশ বাহিনী।

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version