Corona update: করোনা কাটিয়ে সুস্থ হচ্ছে দেশ, লাগাতার নিম্নমুখী সংক্রমণ

কমছে করোনার দাপট, সুস্থ হচ্ছে দেশ ।

যত দিন যাচ্ছে, কমছে করোনা ভাইরাসের (Corona Virus) দাপট।করোনার আঁধার পেরিয়ে সুস্থতার পথে দেশ।দ্রুত গতিতে চলা টিকাকরণের (Vaccination) হাত ধরেই সুস্থ হচ্ছে দেশ। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৯ জন।একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ২৩ হাজার ৫৯৮ জন। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৮৮১। এখনও পর্যন্ত সারা দেশে মোট করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৭০ হাজার ৪৮২ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা  ৫ লক্ষ ১৩ হাজার ৪৮১। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে,  দেশে করোনার সংক্রমণ হার বর্তমানে ১.০১ শতাংশ। সাপ্তাহিক করোনা পজিটিভি রেট ১.৪৮ শতাংশ। শুক্রবার পর্যন্ত দেশে ১৭৭ কোটি ১৭ লক্ষ ৬৮ হাজার ৩৭৯টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।