Sunday, November 9, 2025

স্বাধীনতা রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যাব: ভিডিও বার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

Date:

তিনদিক থেকে চক্রব্যূহ তৈরি করে রাশিয়ার(Russia) বেলাগাম হামলায় কোণঠাসা ইউক্রেন(Ukraine)। রাজধানী কিভ কার্যত ঘিরে ফেলে লাগাতার চলছে বোমা বর্ষণ। লড়াই অসম হলেও তা জারি রেখেছে ইউক্রেন। এহেন পরিস্থিতির মাঝে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy) জানিয়ে দিলেন দেশের স্বাধীনতা রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি।

শুক্রবার রাতে কিভের প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে নিজের মোবাইলে এক ভিডিও বার্তা দেন জেলেনস্কি। যেখানে তিনি বলেন, “আমরা সকলে এখানে আছি। আমাদের সামরিক বাহিনীও এখানে। আমাদের দেশের নাগরিকরাও এখানে। আমরা সকলে এখানে আমাদের দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করছি। যতক্ষন শরীরে প্রাণ থাকবে এভাবেই দেশের স্বাধীনতা রক্ষা করে যাব। রক্ষকদের গৌরব আমাদের গৌরব।” বলার অপেক্ষা রাখে না যখন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিভের উপর হামলা শুরু করেছে, ঠিক সেই সময় প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে জেলেনস্কির এই বার্তা আসলে দেশবাসী ও দেশের সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার উদ্দেশ্যে।

আরও পড়ুন:Wrdhhiman Saha: ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি, গঠন করা হল তিন সদস্যের কমিটি, জানাল বিসিসিআই

উল্লেখ্য, এর আগে ইউক্রেন প্রেসিডেন্টের দেশ ছাড়ার জল্পনা শুরু হওয়ার পর শুক্রবার রাতে আরও এক ভিডিও বার্তা প্রকাশ করেন জেলেনস্কি। যেখানে তিনি জানান, “রাশিয়ার এক নম্বর লক্ষ্য আমিই। দু’নম্বরে রয়েছে আমার পরিবার। রাশিয়া চায় আমাকে শেষ করে আমার দেশকে রাজনৈতিক ভাবে নিঃস্ব করে দিতে। কিন্তু আমি পালাব না। এখানেই থাকব। যেখানে আমার সেনারা প্রতি মুহূর্তে রাশিয়ার সঙ্গে লড়াই করছে।” এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ইউক্রেনের জনতা এবং সে দেশের সেনার কাছে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন। এমনকি, ইউক্রেনের প্রেসিডেন্টের শান্তি আলোচনার প্রস্তাবকেও খারিজ করেছেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, যত দ্রুত সম্ভব জেলেনস্কিকে বন্দি করতে তৎপর রাশিয়া। এই পরিস্থিতিতে পালিয়ে না গিয়ে দেশবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করতে তৈরি ইউক্রেন প্রেসিডেন্ট।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version