Friday, August 22, 2025

ইউক্রেনের উপর হামলার প্রভাব সূদুরপ্রসারী প্রভাব ফেলবে রাশিয়ায়। আগেই বলেছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকার একাধিক নিষেধাজ্ঞার পর এবার সুইফট ফিনান্সিয়াল সিস্টেম থেকেও রাশিয়ার একাধিক ব্যাঙ্ককে বাদ দেওয়া হল। ইউরোপিয়ান কমিশন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, কানাডার তরফে একটি যৌথ বার্তায় জানানো হয়েছে, সুইফটের সংযোগ থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। এর ফলে বিশ্বজুড়ে লেনদেন চালাতে সমস্যা হবে সেগুলির। ধাক্কা খাবে রাশিয়ার বাণিজ্যও।

আরও পড়ুন: রুশ সেনাকে বিভ্রান্ত করতে মোক্ষম চাল ইউক্রেনের, মোছা হল সাইনবোর্ড

কী এই সুইফট? SWIFT-এর পুরো কথাটি হল সোস্যাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (Society for Worldwide Interbank Financial Telecommunication)। এটি একটি মেসেজিং সিস্টেম বা বার্তা পাঠানোর উপায় যার মাধ্যমে বিশ্বের অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় সুইফট। যার সদর দফতর বেলজিয়ামে। বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাঙ্ক, আমেরিকার ফেডেরাল রিজার্ভ সিস্টেম এবং আরও একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এটির পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশ্বের একাধিক দেশে রয়েছে এর অফিস। বর্তমান সময়ে পৃথিবীজুড়ে ২০০টি দেশের এগারো হাজারেরও বেশি আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের জন্য সুইফট মেসেজিং সিস্টেমের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য আদানপ্রদান করা হয় সুইফট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। রফতানি-আমদানির জন্য এবং আরও নানা কারণে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন হয়, তার যাবতীয় তথ্য এই পরিকাঠামোর মাধ্যমেই লেনদেন হয়ে থাকে।

সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়ায় স্বভাবতই বাণিজ্যিক দিক থেকে ধাক্কা খাবে রাশিয়া। যার জেরে আমদানি ও রফতানিতে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নানান সমস্যায় পড়বে রাশিয়া। যার জেরে আর্থিক সঙ্কটেও পড়তে পারে রাশিয়া বলে মনে করা হচ্ছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version