ইউক্রেনের আকাশে বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। মুহুর্মুহু চলছে গোলাবর্ষণ। ছোড়া হচ্ছে প্রচুর ক্ষেপণাস্ত্র, ছুটে আসছে কামানের গোলা। তবে এবার রুশ সেনাদের ঠেকাতে নয়া কৌশল নিল ইউক্রেন। রাস্তার সমস্ত চিহ্ন সরিয়ে দিয়ে হামলাকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। রুশ সেনারা যাতে ইউক্রেনের দিকভ্রান্ত হয়ে পড়ে সেই জন্যই এই সিদ্ধান্ত ইউক্রেনের।
আরও পড়ুন:রাশিয়া- ইউক্রেন সেনার প্রবল লড়াই খারকিভ, কিভে, গ্যাসের পাইপলাইন ওড়াল পুতিন-সেনা
ইউক্রেনের যে সংস্থা শহরের বড় বড় বিল্ডিং ও রাস্তা তৈরি এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তার তরফে জানানো হয়েছে যে রুশ সেনাকে বিভ্রান্ত করতে রাস্তার ধারের সমস্ত চিহ্ন ও পথ নির্দেশিকা মুছে দেওয়া হয়েছে বা উপড়ে ফেলা হয়েছে। রাশিয়ার সেনা যেহেতু পথ চেনে না, বড় বড় শহরে ঢুকে তাদের হামলা চালাতে সাহায্য করছিল এই পথ নির্দেশিকাগুলিই। এবার তাদের বিপাকে ফেলতে সেই পথ নির্দেশিকাগুলি উপড়ে ফেলা হল।
রাশিয়ার আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তোলা যে ইউক্রেনের পক্ষে কার্যত অসম্ভব, তা নিয়ে সন্দিহান নয় কেউই। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি সুকৌশলে রুশ সেনাদের ফাঁদে ফেলার কাজ শুরু করে দিয়েছেন। তার একটি হল রাস্তার সব দিকনির্দেশ সরিয়ে দেওয়ার ঘটনা। দেশেরই একটি নির্মাণ সংস্থাকে এ কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থাটি জানিয়েছে, রুশ সেনাদের বিভ্রান্ত করতেই এই কৌশল।