Thursday, August 21, 2025

DG: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই পুরভোট: মনোজ মালব্য, কড়া হাতে বনধ মোকাবিলার বার্তা

Date:

বড় কোনও গোলমাল হয়নি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে শান্তিতেই মিটেছে পুরভোট। রবিবার, ভোটগ্রহণ মিটতেই সাংবাদিক বৈঠক করে একথা জানালেন রাজ্য পুলিশের ডিজি (Police) মনোজ মালব্য (Manoj Malavya)। একই সঙ্গে সোমবার, বিজেপির (BJP) ডাকা বনধে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তা কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

ছোটখাটো ঘটনা বাদে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই হয়েছে পুরসভা নির্বাচন। মনোজ মালব্য বলেন, কোথাও কোনও গুলি চলেনি। নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির জেরে কেউ গুরুতর আহত হননি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। রাজ্যে পুরসভার ভোটে ৭৭ শতাংশ ভোট পড়েছে। অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনভর নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখে পুলিশ। ১ হাজার অভিযোগ জমা পড়েছে। অশান্তির আশঙ্কায় ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫০ জনকে গ্রেফতার হয়েছে। এর আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করা হয়েছিল, তখনকার চিত্র সংবাদমাধ্যম দেখেছে বলে উল্লেখ করে রাজ্য পুলিশের ডিজি বলেন, সেই সময়ের ভোটদানের হারের তুলনায় এবার কম ভোট পড়েনি। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করেছে রাজ্য পুলিশ।

নির্বাচনে অশান্তির অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। তবে, ডিজি স্পষ্ট জানিয়েছেন, সোমবার সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। জোর বন্‌ধ করানোর চেষ্টা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

আরও পড়ুন- Jagdeep Dhankar : রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version