Sunday, November 9, 2025

খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

Date:

বিগত কয়েকদিন ধরে যে ছবি উঠে আসছিল তাতে উদ্বেগ বাড়ছিল। এবার এল প্রথম মৃত্যুর খবর। কিভ দখলে মরিয়া রাশিয়ার সেনাবাহিনীর ব্যাপক বোমাবর্ষণে খারকিভে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। এই মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এদিকে এখনো ইউক্রেনে আটকে রয়েছে হাজার হাজার ভারতীয় পড়ুয়া, এই মৃত্যুর পর প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎ নিয়ে।

এদিন বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে রাশিয়ার বোমাবর্ষণে আজ সকালে খারকিভে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের পাশে রয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি আমরাও সমবেদনা জানাচ্ছি।” জানা গিয়েছে, কর্নাটকের বাসিন্দা মৃত ওই পড়ুয়ার নাম নবীন শেখরাপ্পা।

আরও পড়ুন:উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়

এদিকে পড়ুয়াদের ফেরাতে তৎপর ভারত সরকার মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে সরকার। দুই দেশের কাছে দাবি করা হয় অবিলম্বে ভারতীয় পড়ুয়াদের বের করে আনার জন্য। পাশাপাশি আটকে থাকা ভারতীয়দের জন্য এদিন ফের এক নির্দেশিকা জারি করা হয় দূতাবাসের তরফে। নির্দেশিকায় জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব আজ ভারতীয়দের কিভ ছেড়ে বেরিয়ে আসার জন্য। যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রেন না পেলে অন্য যেকোন ভাবে তারা যেন বেরিয়ে আসেন এ কথা জানিয়েছে দূতাবাস।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version