Wednesday, November 5, 2025

খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

Date:

বিগত কয়েকদিন ধরে যে ছবি উঠে আসছিল তাতে উদ্বেগ বাড়ছিল। এবার এল প্রথম মৃত্যুর খবর। কিভ দখলে মরিয়া রাশিয়ার সেনাবাহিনীর ব্যাপক বোমাবর্ষণে খারকিভে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। এই মৃত্যুতে শোক প্রকাশ করে এদিন টুইট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এদিকে এখনো ইউক্রেনে আটকে রয়েছে হাজার হাজার ভারতীয় পড়ুয়া, এই মৃত্যুর পর প্রশ্ন উঠছে তাদের ভবিষ্যৎ নিয়ে।

এদিন বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে রাশিয়ার বোমাবর্ষণে আজ সকালে খারকিভে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের পাশে রয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি আমরাও সমবেদনা জানাচ্ছি।” জানা গিয়েছে, কর্নাটকের বাসিন্দা মৃত ওই পড়ুয়ার নাম নবীন শেখরাপ্পা।

আরও পড়ুন:উৎকণ্ঠা কাটিয়ে ইউক্রেন থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়

এদিকে পড়ুয়াদের ফেরাতে তৎপর ভারত সরকার মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে সরকার। দুই দেশের কাছে দাবি করা হয় অবিলম্বে ভারতীয় পড়ুয়াদের বের করে আনার জন্য। পাশাপাশি আটকে থাকা ভারতীয়দের জন্য এদিন ফের এক নির্দেশিকা জারি করা হয় দূতাবাসের তরফে। নির্দেশিকায় জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব আজ ভারতীয়দের কিভ ছেড়ে বেরিয়ে আসার জন্য। যে ট্রেন পাওয়া যাচ্ছে তাতেই উঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে ট্রেন না পেলে অন্য যেকোন ভাবে তারা যেন বেরিয়ে আসেন এ কথা জানিয়েছে দূতাবাস।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version