Sunday, August 24, 2025

আইপিএল (IPL 2022) শুরুর আগেই ধাক্কা। বাবল ক্লান্তির জন্য এবারের আইপিএল (IPL 2022) থেকে সরে দাঁড়ালেন জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারকে ২ কোটি টাকায় নিলাম থেকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। তিনি সরে দাঁড়ানোয় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। এই পরিস্থিতিতে রয়ের বদলির খোঁজে নেমে পড়েছেন গুজরাট কর্তারা।

আরও পড়ুন: শততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের

তবে এদিন একটি হৃদয়গ্রাহী বার্তায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ধন্যবাদ দিয়ে আইপিএল থেকে নাম তুলে নেওয়ার কারণ জানিয়েছেন জেসন। সোশ্যাল মিডিয়া পোস্টে ইংলিশ তারকা ব্যাটার লিখেছেন, ‘‘গুজরাট ফ্যান এবং দলের সবার উদ্দেশে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, এই বছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিককে নিলামে আমার উপর আস্থা রেখে দলে নেওয়ার জন্য। কিন্তু গত তিন বছর ধরে গোটা বিশ্বজুড়ে যে অবস্থা চলছে তাতে নিজেকে একটু হালকা রাখা জরুরি।’’ রয়ের সংযোজন, ‘‘আমি মনে করি, আমার পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার। একইসঙ্গে নিজের খেলার প্রতিও সময় দেওয়া প্রয়োজন আগামী ব্যস্ত সূচি মাথায় রেখে। তবে আমি টাইটানসের সমস্ত ম্যাচ দেখব এবং প্রথম বছরেই যাতে ওরা ট্রফি জিততে পারে, তার জন্য আমার সমর্থন থাকবে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version