Tuesday, August 26, 2025

আইপিএল (IPL 2022) শুরুর আগেই ধাক্কা। বাবল ক্লান্তির জন্য এবারের আইপিএল (IPL 2022) থেকে সরে দাঁড়ালেন জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ডের মারকুটে ব্যাটারকে ২ কোটি টাকায় নিলাম থেকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। তিনি সরে দাঁড়ানোয় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। এই পরিস্থিতিতে রয়ের বদলির খোঁজে নেমে পড়েছেন গুজরাট কর্তারা।

আরও পড়ুন: শততম টেস্ট খেলতে নামছেন বিরাট, দর্শক না থাকায় হতাশা প্রকাশ গাভাসকরের

তবে এদিন একটি হৃদয়গ্রাহী বার্তায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ধন্যবাদ দিয়ে আইপিএল থেকে নাম তুলে নেওয়ার কারণ জানিয়েছেন জেসন। সোশ্যাল মিডিয়া পোস্টে ইংলিশ তারকা ব্যাটার লিখেছেন, ‘‘গুজরাট ফ্যান এবং দলের সবার উদ্দেশে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, এই বছরের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিককে নিলামে আমার উপর আস্থা রেখে দলে নেওয়ার জন্য। কিন্তু গত তিন বছর ধরে গোটা বিশ্বজুড়ে যে অবস্থা চলছে তাতে নিজেকে একটু হালকা রাখা জরুরি।’’ রয়ের সংযোজন, ‘‘আমি মনে করি, আমার পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার। একইসঙ্গে নিজের খেলার প্রতিও সময় দেওয়া প্রয়োজন আগামী ব্যস্ত সূচি মাথায় রেখে। তবে আমি টাইটানসের সমস্ত ম্যাচ দেখব এবং প্রথম বছরেই যাতে ওরা ট্রফি জিততে পারে, তার জন্য আমার সমর্থন থাকবে।

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version