Wednesday, November 12, 2025

Visva Bharati:ছাত্র বিক্ষোভে আজও উত্তাল বিশ্বভারতী,পাত্তা নেই উপাচার্যের

Date:

ছাত্র বিক্ষোভের জেরে আজও উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। টানা ২১ ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার-সহ জনসংযোগ আধিকারিককে। সোমবার তিনদফা দাবি নিয়ে সেন্ট্রাল অফিসে অবস্থান বিক্ষোভে বসে পড়ুয়ারা। রাতভর চলে বিক্ষোভ।আটক রাখা হয় রেজিস্টারকেও। মঙ্গলবার রেজিস্টারের ঘরের বাইরে পাশ কাটিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন রেজিস্টার। কিন্তু তাতেও বাধা দেয় আন্দোলনকারীরা। শিবের মাথায় জল দেওয়ার অজুহাত দেখিয়েও লাভ হয়নি। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আধিকারিকরা কথা বলতে চাওয়ায় ছেড়ে দেওয়া হয় রেজিস্টারকে।

আরও পড়ুন:Bhuban Badyakar: দুর্ঘটনার কবলে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর, ভর্তি হাসপাতালে

মঙ্গলবার সকালে বিশ্বভারতীর উপাচার্য সকল কর্মীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন।কিন্তু সেখানেও জট কাটেনি। বিক্ষোভকারীদের কথায়,অধ্যাপক ও কর্মীরা সেন্ট্রাল অফিসের সামনে এলেও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দেখা মেলেনি। ফলে বেজায় চটেছেন দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা কর্মীরা। ক্ষুব্ধ আন্দোলনকারীরাও।


বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, করোনাবিধি অনেকটাই শিথিল হয়েছে। স্কুল-কলেজ খুলে গিয়েছে। অথচ বন্ধ রয়েছে বিশ্বভারতীর ছাত্রাবাস। তাই হস্টেল খোলাসহ একাধিক দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। শুরু হয় ছাত্রদের মিছিল। বন্ধ করে দেওয়া হয় ক্লাস। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিভিন্ন দফতরে। অশান্তির আঁচ পেয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে গেলেও আটকে পড়েন বহু কর্মী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত এই অবস্থান চলবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version