Thursday, August 21, 2025

পুরভোটে মানুষ আর্শীবাদ করেছেন, দার্জিলিঙের ফলে বেশি খুশি, এবার জিটিএ নির্বাচন: মুখ্যমন্ত্রী

Date:

প্রত্যাশা ছিলই। রাজ্যে ১০৮টি পুরসভার মানুষে উজাড় করে ভোট দিয়েছেন তৃণমূলকে। স্বাভাবিক ভাবেই খুশি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এই জন্যে আগেই মা-মাটি-মানুষকে টুইটে ধন্যবাদ জানান মমতা। এরপর, বুধবার, বারাণসীতে (Benaras) যাওয়ার আগে দমদম বিমানবন্দরে(Dumdum Airport) তিনি বলেন, “মানুষ পুরসভায় আমাদের অনেক আর্শীবাদ দিয়েছেন। রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে বেনারসে অখিলেশের (Akhilesh) হয়ে প্রচারে যাচ্ছি।“

শুরু হচ্ছে JEE Main 2022 Exam, কী জানাচ্ছে NTA?

তবে, একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি তৃণমূল (TMC) সুপ্রিমোর বার্তা, “যত জিতব তত নম্র হতে হবে। শান্ত হতে হবে। স্নিগ্ধ হতে হবে।“ খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামন্য কয়েকটি বুথেই গোলমালের খবর ছিল। কয়েক বুথে ইভিএম (EVM) খারাপ হয়ে যায়। কিন্তু সেটাকেই ইস্যু করে বিরোধীরা যে কুৎসা-অপপ্রচার চালিয়েছিল তার জবাব দিয়েছেন বাংলার মানুষ। মমতা বলেন, দার্জিলিঙের ফলে তিনি বেশি খুশি। কারণ সেখানে খাতা খুলেছে তৃণমূল। ধুয়ে মুছে সাফ বিজেপি। এবার পাহাড়ে জিটিএ নির্বাচন হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এবার পুরভোটে ফ্যাক্টর ছিল নির্দল প্রার্থীরা। ফল বেরনোর পরে দেখা গেল ৪টি পুরসভা ত্রিশঙ্কু। তাহলে কী টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়ে জিতেছেন, তাঁদের দলে ফেরানো হবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তৃণনেত্রী বলেন, এটা সামান্য বিষয়। দলের রাজ্য কমিটি এই নিয়ে সিদ্ধান্ত নেবে। এরপর ভিক্ট্রি সাইন দেখিয়ে বেনারসের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version