Sunday, November 2, 2025

পাঁচ রাজ্যে ভোট মিটলেই গৃহস্থের হেঁসেলে আগুন, বাড়বে পেট্রোল-ডিজেলের দামও

Date:

ফের গৃহস্থের হেঁসেলে আগুন লাগতে চলেছে। রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে হাজার টাকা ছাড়িয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যে ভোট মিটলেই লাগাম ছাড়া হবে জ্বালানির দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মোদি সরকার আম জনতার থেকে টাকা আদায় করবে।

শুধু রান্নার গ্যাস নয়, নতুন করে ফের লাগাতার
দাম বৃদ্ধির অপেক্ষায় পেট্রল-ডিজেলও। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দর ১০০ মার্কিন ডলার ছাড়ালেও পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে দাম বাড়ায়নি কেন্দ্র। ভোট মিটলেই জনগণের থেকে মোদি সরকার তা উশুল করে ছাড়বে, সেটা বলাই বাহুল্য।

এলপিজির জন্য প্রধান দু’টি কাঁচামাল প্রোপেন ও বিউটেন। আন্তর্জাতিক তেল সংস্থা সৌদি অ্যারামকো প্রতি মাসের শুরুতেইএই দুই কাঁচামালের ‘কন্ট্রাক্ট প্রাইস’ ঘোষণা করে। নির্ধারিত সেই দামেই ভারতকে ওই দু’টি কাঁচামাল কিনতে হয়। ঘোষিত দরে কেনা সেই প্রোপেন ও বিউটেনের প্রভাব জনগণ টের পায় পরের মাসে। চলতি মাসের গোড়ায় প্রোপেনের দাম ঘোষিত হয়েছে টন পিছু ৮৯৫ মার্কিন ডলার। বিউটেনের ৯২০ মার্কিন ডলার। ফলে কেন্দ্র এই টাকা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মধ্যে দিয়ে এই টাকা আম জনতার থেকে আদায় করার জন্য মুখিয়ে রয়েছে। আর জ্বালানির দাম বাড়লেই স্বাভাবিক নিয়মে সেই প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। সব মিলিয়ে এখন শুধু পাঁচ রাজ্যে ভোট শেষ হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন:Russia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে

 

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version