Tuesday, August 26, 2025

পাঁচ রাজ্যে ভোট মিটলেই গৃহস্থের হেঁসেলে আগুন, বাড়বে পেট্রোল-ডিজেলের দামও

Date:

ফের গৃহস্থের হেঁসেলে আগুন লাগতে চলেছে। রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে হাজার টাকা ছাড়িয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যে ভোট মিটলেই লাগাম ছাড়া হবে জ্বালানির দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মোদি সরকার আম জনতার থেকে টাকা আদায় করবে।

শুধু রান্নার গ্যাস নয়, নতুন করে ফের লাগাতার
দাম বৃদ্ধির অপেক্ষায় পেট্রল-ডিজেলও। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দর ১০০ মার্কিন ডলার ছাড়ালেও পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে দাম বাড়ায়নি কেন্দ্র। ভোট মিটলেই জনগণের থেকে মোদি সরকার তা উশুল করে ছাড়বে, সেটা বলাই বাহুল্য।

এলপিজির জন্য প্রধান দু’টি কাঁচামাল প্রোপেন ও বিউটেন। আন্তর্জাতিক তেল সংস্থা সৌদি অ্যারামকো প্রতি মাসের শুরুতেইএই দুই কাঁচামালের ‘কন্ট্রাক্ট প্রাইস’ ঘোষণা করে। নির্ধারিত সেই দামেই ভারতকে ওই দু’টি কাঁচামাল কিনতে হয়। ঘোষিত দরে কেনা সেই প্রোপেন ও বিউটেনের প্রভাব জনগণ টের পায় পরের মাসে। চলতি মাসের গোড়ায় প্রোপেনের দাম ঘোষিত হয়েছে টন পিছু ৮৯৫ মার্কিন ডলার। বিউটেনের ৯২০ মার্কিন ডলার। ফলে কেন্দ্র এই টাকা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মধ্যে দিয়ে এই টাকা আম জনতার থেকে আদায় করার জন্য মুখিয়ে রয়েছে। আর জ্বালানির দাম বাড়লেই স্বাভাবিক নিয়মে সেই প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। সব মিলিয়ে এখন শুধু পাঁচ রাজ্যে ভোট শেষ হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন:Russia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে

 

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version