Sunday, May 4, 2025

পূর্ণবয়স্ক হাতির মৃত্যু্ ঝাড়গ্রামে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ

Date:

ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যু্র ঘটনা ঘটল  ঝাড়গ্রামের (Elephant Died Jhargram) নয়াগ্ৰামের কৃষি জমি লাগোয়া এলাকায়। শনিবার সকালে নয়াগ্ৰামের মলম ৪ নম্বর অঞ্চলের কপ্তিভোল গ্রামের কৃষি জমি লাগোয়া জায়গায় একটি পূর্ণ বয়স্ক দাঁতালের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে কীভাবে মৃত্যু হল তা জানতে হাতিটির দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বন দফতর।

হাতির মৃত্যুর (Elephant Died Jhargram) খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়্গপুর ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম (DFO Shivananda Ram)। তিনি বলেন, ‘‘ওই পূর্ণ বয়স্ক দাঁতালটি একা থাকত। জানা গিয়েছে, ওই এলাকায় হাতিটি কলাগাছ নষ্ট করেছে। প্রচুর কলাগাছও খেয়ে ফেলেছে। প্রকৃত মৃত্যুর কারণ খুঁজতে ময়নাতদন্ত করা হচ্ছে। শনিবার বিকেলের পর প্রাথমিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন শিবানন্দ।’’ ডিএফও আরও জানান, ‘‘ওই এলাকায় বিদ্যুতের কোনও তার ছিল না। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোনও সম্ভাবনা নেই।’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি: ডিজিসিএ-র কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব রাজ্যের

বেশ কিছুদিন ধরেই ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকাগুলিতে হাতির দলের হানার ঘটনা ঘটেছে। সম্প্রতি হাতির হানায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। নয়াগ্ৰামের এক প্রৌঢ় মহিলা হাতির হানায় মারা গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে। তবে নয়াগ্ৰামে হাতির মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version