Monday, May 5, 2025

থাকা-খাওয়ার ব্যবস্থা আমরা করেছি”, মোদির মন্ত্রীর ভাষণ থামিয়ে মন্তব্য রোমানিয়ার মেয়রের

Date:

(রোমানিয়ার বুখারেস্টেও এসে পৌঁছেছেন কিছু ছাত্রছাত্রী। অসহায় ভারতীয় পড়ুয়াদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন)

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফেরার কাতর আর্জি জানাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। তাঁদের উদ্ধারের কাজে উদাসীনতার ছবি প্রকট হচ্ছে মোদি সরকারের। যে কয়েকজনকে ফিরিয়ে আনা হচ্ছে, সেখানে আবার প্রচারের চটকদারিতে ব্যস্ত মোদি সরকার। এবার উদ্ধারকাজের প্রচার করতে গিয়ে বিদেশের মাটিতে মুখ পুড়ল কেন্দ্রের।

রোমানিয়ার বুখারেস্টে উদ্ধারকাজ নিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু বাস্তবতা তুলে ধরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীকে বিড়ম্বনায় ফেলেন বুখারেস্টের মেয়র।

ঠিক কী ঘটেছিল?

রুশ আক্রমণের মধ্যেই প্রাণ বাঁচাতে নিজেদের উদ্যোগে ইউক্রেন ছেড়ে প্রতিবেশি দেশগুলিতে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া। রোমানিয়ার বুখারেস্টেও এসে পৌঁছেছেন কিছু ছাত্রছাত্রী। অসহায় ভারতীয় পড়ুয়াদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

সেখানকারই একটি ভিডিওতে প্রকাশ্যে আসতে দেখা যায়, বুখারেস্টে গিয়ে এই পড়ুয়াদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু তাঁকে থামিয়ে বুখারেস্টের মেয়র প্রশ্ন করছেন, “ওরা কখন বাড়ি ফিরতে পারবে, আগে সেকথা জানান। ওদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করেছি, আপনি নয়। তাই ভাষণ না দিয়ে ওদের আগে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।”

কিন্তু জ্যোতিরাদিত্যে বুখারেস্টের মেয়রকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ না জানিয়ে উল্টে তাঁর সঙ্গে তর্ক শুরু করে দেন। ভিডিওতে জ্যোতিরাদিত্যকে বলতে শোনা যায়, “আমি কী বলব, সেটা আমার সিদ্ধান্ত। আপনি ঠিক করে দিতে পারেন না।’’ উদ্ধারকাজে গিয়ে তাঁর এমন আচরণের জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version