Tuesday, August 26, 2025

Kolkata: ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার, অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে জালিয়াতির অভিযোগ !

Date:

ফের শিরোনামে ভুয়ো ডাক্তার, শহর কলকাতার(Kolkata) পাশাপাশি জেলায় জেলায় ছড়িয়ে পড়েছিল চিকিৎসার(Treatment) নামে লোক ঠকানোর ব্যবসা। দীর্ঘদিন ধরে এক চিকিৎসকের (Doctor) নাম এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নকল করে ভুয়ো(fraud) চিকিৎসা চালাচ্ছিলেন শুভ নাথ ও রাজীব সরকার নামের দুই ব্যক্তি। অবশেষে ধরা পড়লেন পুলিশের(Police) জালে। সল্টলেক(Saltlake) ও বাঁশদ্রোণি (Bansdroni) থেকে তাদের গ্রেফতার হয়েছে বলেছে  পুলিশ সূত্রে খবর।

           

ফের ভুয়ো কারবারির বাড়বাড়ন্ত মহানগরীর বুকে। এবার কলকাতা পুলিশের জালে ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার। ধৃতরা টালিগঞ্জ আর বিধাননগরের বাসিন্দা। সূত্রের খবর প্রায় এক মাস আগে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar)থানায় অভিষেক নাহার নামের এক চিকিৎসক(অ্যানাস্থেশিস্ট) অভিযোগ দায়ের করেন যে, তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য কেউ চিকিৎসা করছেন। অবিলম্বে ওই প্রতারককে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। পুলিশকে তিনি জানানা যে তাঁর নাম, রেজিস্ট্রেশন নম্বর (registration Number), প্যাড ব্যবহার করে জনৈক ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছেন, ভুয়ো চিকিৎসা করছেন। এরপরই তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রাজীব সরকার,তিনি কম্পাউন্ডার হিসেবে ভুয়ো কাজকর্ম হিসাবে ভুয়ো কর্ম করতেন বলে জানা যায় এবং অপরজন হলেন শুভ নাথ। এদের মধ্যে দ্বিতীয় জনের ভূমিকা ছিল চিকিৎসকের। সূত্র মারফত জানা যায় তাঁরা যে শুধু কলকাতায় তাঁরা ফাঁদ পেতে ছিলেন তা নয়, পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, ঘাটাল, ঝাড়গ্রাম-সহ নানা জেলায় ঘুরে ঘুরে ভুয়ো চিকিৎসা চালাতেন এই দু’জন। সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour)ডাক্তার অভিষেক নাহারের নাম, রেজিস্ট্রেশন ব্যবহার করে নার্সিংহোম খোলার তোড়জোড় করছিল তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়েন শুভ নাথ ও রাজীব সরকার।

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version