Saturday, November 8, 2025

Viral News:শিক্ষকের কাছে শাস্তি পেয়ে থানার দ্বারস্থ হল ক্লাস টু-এর এক খুদে পড়ুয়া!

Date:

কথায় বলে “ক্ষুদ্র বলিয়া উহাদের তুচ্ছ জ্ঞ্যান করিবেন না, উহারা অতিশয় চতুর” – এই কথাটি এই প্রজন্মের খুদেদের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য। তা না হলে কখনও দ্বিতীয় শ্রেণীতে(Class Two) পাঠরত এক পড়ুয়া(Student) শিক্ষকের (Teacher) কাছে মার খেয়ে সোজা থানায় যেতে পারে? এই ঘটনা তেলেঙ্গনার। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল (Viral) এই ঘটনা।

মেহবুবাবাদের(Mehbubabaad) বায়ারাম মন্ডুল এলাকার এক বেসরকারি স্কুলের(Private School) ঘটনা। স্কুলের শিক্ষকের কাছে মার খেয়েছিল ক্লাস টু-এর এক পড়ুয়া আর তাতেই আত্মসম্মানে লাগে। এরপর দেরি না করে ওই শিক্ষকের নামে পুলিশের কাছে অভিযোগ করল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া অনিল নায়েক। শিক্ষককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে খুদেটি। মেহবুবাবাদ থানায় সে এই কথা বলতেই কর্তব্যরত মহিলা পুলিশ(police) ইনস্পেক্টর রামাদেবী চমকে ওঠেন। প্রথমে বিষয়টি তিনি বুঝেই উঠতে পারেননি। পরে ধাতস্থ হয়ে তাঁকে থানায় আসার কারণ জিজ্ঞাসা করলে খুদেটি জানায়, ঠিকমতো পড়াশোনা না করায় শাস্তি দিয়েছেন শিক্ষক।পুলিশের প্রশ্নের উত্তরে সে জানায় ক্লাসের মধ্যে শুধুমাত্র তাঁকেই মারা হয়েছে। এরপর অবশ্য অনিলকে নিয়ে সোজা স্কুলে যান ইনস্পেক্টর। ভেবেছিলেন বুঝিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলবেন। কিন্তু ওইটুকু শিশু তাঁর অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ। শিক্ষকের শাস্তি ছাড়া অন্য কথা শুনতে সে রাজি নয়। অবশ্য পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে এভাবে খুদে ছাত্রের সোজা থানায় চলে যাওয়ায় বিস্মিত স্কুল কর্তৃপক্ষ।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version