Sunday, May 4, 2025

Madhyamik Exam:করোনা আবহে আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় বন্ধ ইন্টারনেট

Date:

আজ সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam)। করোনা (Corona)অতিমারির দাপট সামলে এবছর অফলাইনে(Offline) পরীক্ষা। মাধ্যমিকের পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকমের ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ(WBSE)। পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধার পাশাপাশি করোনা বিধিনিষেধ মেনে যাতে পরীক্ষা হয় সেদিকেও কঠোর দৃষ্টি রাখছে প্রশাসন।

রাজ্যে ইতিমধ্যেই মাধ্যমিক সংক্রান্ত কন্ট্রোল রুম (control room)চালু হয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত হেল্পলাইন (Helpline)চালু থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারেন সে জন্য পর্যাপ্ত পরিমাণে গণপরিবহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি(CCTV) নজরদারি থাকবে।

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

স্পর্শকাতর এলাকায় পরীক্ষার এক ঘন্টা আগে বন্ধ থাকবে নেট পরিষেবা(Internet)।

মাস্ক পরেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন করার আবেদনও করেছেন রাজ্যবাসীর কাছে।

এবছর মাধ্যমিকে বসছে ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবছর বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। আর ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৫৯। পর্ষদ সূত্রে খবর এবছর ৫০ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা চার হাজার ১৫৪টি।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version