Wednesday, November 5, 2025

Madhyamik Exam:করোনা আবহে আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় বন্ধ ইন্টারনেট

Date:

আজ সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam)। করোনা (Corona)অতিমারির দাপট সামলে এবছর অফলাইনে(Offline) পরীক্ষা। মাধ্যমিকের পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকমের ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ(WBSE)। পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধার পাশাপাশি করোনা বিধিনিষেধ মেনে যাতে পরীক্ষা হয় সেদিকেও কঠোর দৃষ্টি রাখছে প্রশাসন।

রাজ্যে ইতিমধ্যেই মাধ্যমিক সংক্রান্ত কন্ট্রোল রুম (control room)চালু হয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত হেল্পলাইন (Helpline)চালু থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারেন সে জন্য পর্যাপ্ত পরিমাণে গণপরিবহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি(CCTV) নজরদারি থাকবে।

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

স্পর্শকাতর এলাকায় পরীক্ষার এক ঘন্টা আগে বন্ধ থাকবে নেট পরিষেবা(Internet)।

মাস্ক পরেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন করার আবেদনও করেছেন রাজ্যবাসীর কাছে।

এবছর মাধ্যমিকে বসছে ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবছর বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। আর ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৫৯। পর্ষদ সূত্রে খবর এবছর ৫০ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা চার হাজার ১৫৪টি।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version