Monday, August 25, 2025

দলের প্রার্থীকে হারিয়ে নির্দল নিয়ে ঘোরা! সময় এলে ক্যাঁচ করে নাম কেটে দেব: মমতা

Date:

পুরসভা নির্বাচনে বিরোধীদের ধুলিস্যাত করে বিপুল জয় হাসিল করেছে তৃণমূল(TMC)। যদিও এই নির্বাচনে যথেষ্ট বেগ পেতে হয়েছে নির্দল প্রার্থীদের জন্য। তবে এই বিষয়টিকে তৃণমূল যে মোটেই ভালো চোখে দেখছে না মঙ্গলবার তৃণমূলের বর্ধিত কমিটির বৈঠকে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে নির্দল প্রার্থী ও তাদের পৃষ্টপোষক নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারিও দিলেন তিনি।

এদিন দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দলীয় প্রার্থীকে হারিয়ে গাড়িতে নির্দল প্রার্থীকে নিয়ে ঘোরা হচ্ছে। দলের নির্দেশ যারা মানছেন না তাদের প্রত্যেকের খবর আমার কাছে রয়েছে। কিছু নির্দল আর কিছু নেতা রয়েছেন যারা এসব করছেন। ভাবছেন আপনার সুযোগ এসেছে? দল যখন সুযোগ পাবে তখন আপনার নামটা ক্যাঁচ করে কেটে দেবে। কীসের জন্য দলের কিছু নেতা এসব করছে? যেখানে দলের প্রার্থী নেই সেখানকার কথা না হয় বোঝা গেল। সেখানে না হয় কাউকে সমর্থন দিতে হয়। কিন্তু দলের প্রার্থী থাকা সত্বেও নির্দলকে জিতিয়ে নেতা হবেন! আমি ৭-৮ জনের নাম দেখেছি।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করে দেন। যেখানে রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন:ইউক্রেনে ব্যাপক বোমা বর্ষণ রাশিয়ার, সুমি থেকে উদ্ধার ৬৯৪ ভারতীয়

পাশাপাশি সুর চড়িয়ে নির্দল প্রার্থী ও সাহায্যকারী নেতাদের বার্তা দিয়ে মমতা বলেন, “প্রথমে সাবধান করব। তারপর শোকজ করব। দুবার শোকজ হলেই সাসপেন্ড করে দেব। সে যেই হোক না কেন। দলে কিছু নেতা খেটে মরবে, আর কিছু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এটা দল সহ্য করবে না।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version