Saturday, November 8, 2025

Ichapur murder case: ৭০ বছরের বৃদ্ধাকে খুন করার অপরাধে গ্রেফতার এক ভিখারি

Date:

নকল পা কেনার জন্য টাকা (money) দেওয়ার কথা ছিল, কিন্তু তা না মেলায় খুন (murder) করার অভিযোগ এক ভিখারির (Begger) বিরুদ্ধে। ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের।  খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই  গ্রেফতার ১।পুলিশ সূত্রে খবর, ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার বাসিন্দা বছর সত্তরের সিক্তা চট্টোপাধ্যায় রবিবার রাতে খুন (murder) হন। অভিযুক্তের নাম অঞ্জন চৌধুরী। তিনি ইছাপুরেরই লেনিননগরের বাসিন্দা। অভিযুক্ত অঞ্জন মৃতার পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ।

madhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই বৃদ্ধার ঘরের দরজা খোলা অবস্থায় দেখে এক প্রতিবেশীর সন্দেহ হয়। কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি। এমনকি ফোন করেও কোনও উত্তর পাননি বলে দাবি করেন ওই প্রতিবেশী মহিলা। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে।তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানা যায়। সোমবার স্নিফার ডগ এনে তদন্ত করে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই লেলিননগরের বাসিন্দা অঞ্জনকে গ্রেফতার করে।

কিন্তু কী কারণে খুন? পুলিশ সূত্রে জানা যায়, ছ’বছর আগে এক ট্রেন দূর্ঘটনায় অঞ্জনের একটি পা বাদ যায়।। নকল পা কেনার জন্য তাঁকে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃদ্ধা। রবিবার সেই টাকাই চাইতে গিয়েছিলেন তিনি। সেই টাকা দিতে বৃদ্ধা অস্বীকার করতেই প্রথমে তাঁকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন। তারপর ছুরি দিয়ে গলার নলি কেটে দেন। তার পর সেখান থেকে চম্পট দেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সেই টাকা না পেয়েই বৃদ্ধাকে খুন করেছেন অঞ্জন।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version