Sunday, November 9, 2025

মোদির ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নপূরণ সম্ভব নয় : সুব্রহ্মণ্যম স্বামী

Date:

অনন্ত গুছাইত, নয়াদিল্লি,  বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আবার একবার কেন্দ্রীয় সরকারের অর্থনীতি নিয়ে প্রশ্ন তুললেন । তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন পূরণ করা আরও কঠিন। তথ্য উল্লেখ করে তিনি প্রশ্ন করেছেন, কেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে হস্তক্ষেপ করছে না। থিঙ্ক এডু কনক্লেভ ২০২২-এর দশম সংস্করণ চলাকালীন নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একান্ত আলাপচারিতায় একথা বলেন তিনি। তিনি বলেন, “আমাদের জিডিপি এক সপ্তাহে ৩ ট্রিলিয়ন ডলার থেকে ২.৯ ট্রিলিয়ন ডলারে নেমে এসেছে। মার্কিন ডলারের দাম ৭৫ থেকে ৭৭ টাকা হয়েছে। ডলারের মূল্য ৮০ টাকায় পৌঁছলে, জিডিপিও ২.৮ ট্রিলিয়ন ডলারে যাবে। এমন পরিস্থিতিতে আমাদের ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন। আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও  দাঁড়িয়েছে ৬৪০ বিলিয়ন ডলারে । তিনি বলেন, এমন পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপ করা উচিত। কিন্তু তারা নজর দিচ্ছে না।” এর আগে, বিভিন্ন ইস্যুতে নিজের সরকারকে কটাক্ষ, সমালোচনা করা বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী আরও একবার প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন। সুব্রহ্মণ্যম স্বামী কয়েকদিন আগে টুইট করেছিলেন যে মোদি সরকার অর্থনীতি এবং বিদেশ নীতিতে ব্যর্থ । একই সঙ্গে বলেন, তিনি সরকারকে সাহায্য করতে প্রস্তুত।  কিন্তু অহংকার এক্ষেত্রে বড় বাধা। কয়েক মাস আগে, স্বামী টুইট করে মোদি সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন। এতে তিনি লিখেছিলেন, “মোদি সরকারের রিপোর্ট কার্ড – অর্থনীতিতে ব্যর্থ, সীমান্ত নিরাপত্তায় ব্যর্থ, আফগানিস্তানে বিদেশনীতিতে ব্যর্থ, জাতীয় নিরাপত্তা নিয়ে পেগাসাস মামলা, কাশ্মীরে অভ্যন্তরীণ নিরাপত্তায় হতাশা, এই সবের জন্য দায়ী কে?”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version