Thursday, November 13, 2025

চেষ্টা করেও ফিরতে পারল না কংগ্রেস, উত্তরাখণ্ডে সরকার গড়ার পথে বিজেপি

Date:

পাঞ্জাবের মতো উত্তরাখণ্ডেও (Uttarakhand Assembly Election Result 2022) চেষ্টা করে ফিরতে পারল না কংগ্রেস। উত্তরাখণ্ডের সরকার গড়ার পথে বিজেপি। উত্তরাখণ্ড বিধানসভায় ৭০টি আসনে ভোট হয়েছে। এই বিধানসভা নির্বাচনে ৬৩২ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার হল ৩৬। দুপুর তিনটে পর্যন্ত যে খবর মিলেছে তাতে দেখা যাচ্ছে, ৪৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই ফল অব্যাহত থাকলে সরকার গড়ার পথে আবার বিজেপি।

শেষ পাওয়া খবর পর্যন্ত, খাতিমা আসনে আট দফায় ভোট গণনা শেষ হয়েছে। এখনও পর্যন্ত, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্কর সিং ধামি পেয়েছেন ৩৩ হাজার ১৭৫ ভোট, এবং কংগ্রেসের ভুবন কাপ্রি পেয়েছেন ৪০ হাজার ১০৭ ভোট। এটি লক্ষণীয় যে এই আসনে কংগ্রেস ৬ হাজার ৯৩২ ভোটে লিড করছে।

আরও পড়ুন: গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হাত-পদ্মর, ৩ আসনে এগিয়ে তৃণমূল জোট

কুমায়ুন, গারওয়ালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা এই রাজ্যে রয়েছে একাধিক রাজনৈতিক ফ্যাক্টর। বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব উত্তরাখণ্ডের ভোটে এবার বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। দেখা গিয়েছে, এই অন্তর্দ্বন্দ্বের ফলে একাধিকবার উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর পদে পরিবর্তন করতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এবারের বিধানসভা (Uttrakhand Assembly Election Result 2022) ভোট এই রাজ্যে কিন্তু বিজেপি-র পক্ষেই সকলে বাজি ধরেছেন। এক সময় এই রাজ্যে কংগ্রেসের রাজ চলত। কিন্তু এই মুহূর্তে তাঁরা এই রাজ্যে রাজনৈতিক ক্ষমতা দখল থেকে অনেকটা দূরেই রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। লড়াইয়ে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াতের মতো হেভিওয়েটরা।

 

Related articles

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...
Exit mobile version