Monday, May 19, 2025

Tele Academy Award: টেলি ইন্ডাস্ট্রির উপর অর্থনীতি নির্ভর করে: যে কোনও সমস্যায় পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

ইনডোর স্টেডিয়ামে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Tele Academy Award) মঞ্চে চাঁদের হাট। আর বৃহস্পতিবার, সেখানেই টেলিভিশন জগতের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, এটা শুধু বিনোদন নয়, এখন এর উপর নির্ভর করছে অর্থনীতি একটি অংশ। এই মঞ্চ থেকেই বারুইপুরে টেলি অ্যাকাডেমি কমপ্লেক্সের উদ্বোধন করেন মমতা।

এদিন, মুখ্যমন্ত্রী বলেন, বারুইপুরে (Baruipur) টেলি অ্যাকাডেমি কমপ্লেক্স টেলিভিশনের শুটিংয়ের জন্য বিশাল জায়গা বরাদ্দ করা হয়েছে। ১৩২ লক্ষ ৫০হাজার টাকা খরচ করে বারুইপুরে সেখানে টেলি অ্যাকাডেমির প্রশিক্ষণ থেকে শুরু করে শুটিং-সহ সব কাজ করা যাবে। মুখ্যমন্ত্রী আশা, আগামী দিনে এটি সবার গন্তব্য হবে। ধনধান্য় স্টেডিয়ামটি এক-দুমাসের মধ্যে শেষ হবে। দ্রুত শেষ হবে বিশ্ববঙ্গ মিলনমেলার কাজও। এই সব জায়গাতেই শুটিং করা যাবে। এখন ইকো টুরিজিম পার্কেও শুটিংয়ের প্রশস্ত জায়গা রয়েছে। রাজ্যের বাইরে শুটিং করা যেতেই পারেন, তবে, বাংলায় এখনও টেলি-শুটিংয়ের সুবন্দোবস্ত আছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, এটা আজকের দিনে টেলিভিশন বড় শিল্প। এর উপর অর্থনীতির বড় অংশ নির্ভর করে। মুখ্যমন্ত্রী কথায়, টিভি সিরিয়াল এখন শুধু আর নিছক বিনোদন নয়, একা বাড়ি থাকা মানুষের বন্ধু। তিনি নিজেও রাতে সময় পেলে সিরিয়াল দেখেন বলে জানান মমতা। হাসির ছলে মুখ্যমন্ত্রী বলেন, “টেলিভিশন যদি বন্ধ থাকে খুব রাগ হয়।“

টেলি জগতের সঙ্গে জড়িত সবার ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, এখানে তরুণ প্রজন্ম অত্যন্ত প্রতিভাশালী, তাঁরা খুব ভালো কাজ করছেন। “যখন কোনও দরকার পড়বে, পরিবারের লোকের মতো আমাকে। আমরা পাশে আছি” টেলি-জগতকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। সকলকে বসন্ত উৎসবের আগাম শুভকামনা জানান তিনি।

আরও পড়ুন:Fake-police : বিচারাধীন বন্দিকে ছাড়াতে ভুয়ো পুলিশ অফিসার সেজে বিচারকের ঘরে, ধৃত দুই

 

 

Related articles

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...
Exit mobile version