Sunday, May 4, 2025

Punjab:পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হারিয়ে লাইমলাইটে সাফাই কর্মীর ছেলে

Date:

ভাগ্যের চাকা কখন যে কীভাবে ঘুরে যাবে তা কেউ বলতে পারে না। তা না হলে মোবাইলের দোকানের সামান্য মাইনের কর্মচারী কি নিজেই ভাবতে পেরেছিলেন এত বড় একটা পরিবর্তনের কথা? নাম, লাভ সিং উগোকে (Labh Singh Ugoke),বয়স বছর ৩৫। মধ্যবিত্ত পরিবারের যুবক ভোটের ময়দানে বাজিমাত করলেন । সাড়ে ৩৭ হাজারের বেশি ভোটে চরণজি‍ৎ সিং চান্নিকে(Charanjit Singh Channi) হারিয়ে আজ তিনি আলোচনার শিরোনামে।

ভাদাউর আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দাপুটে কংগ্রেস নেতা চরণজি‍ৎ সিং চান্নিকে(Charanjit Singh Channi)হারিয়ে রাতারাতি লাইম লাইটে চলে আসা লাভ সিং(Labh Singh Ugoke),বিপুল ভোটে জয়ের পরেও যথেষ্ট বিনয়ী এবং সংযত। দলিত পরিবারে জন্মানো লাভ সিংয়ের লড়াইটা সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছিল। অভাব অনটনের সাথে যুদ্ধ করতে করতে বড় হওয়া। বাবা গাড়ির চালক, যা আয় করেন, তাতে সংসার চলে না তাই অভাবের তাড়নায় বাধ্য হয়েই সাফাই কর্মীর কাজ নিতে হয়েছিল মাকে। মা বাবার কষ্ট সহ্য করতে না পেরে দ্বাদশ শ্রেণির পড়াশোনার পরেই কর্ম জীবনে প্রবেশ করেন লাভ সিং। ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)দেখে অনুপ্রাণিত হয়ে আম আদমি পার্টিতে (AAP)নাম লেখান। বলা যেতে পারে সক্রিয় রাজনীতির সাথে কাজ করা শুরু তখন থেকেই। সামান্য কর্মী হিসেবে গত আট বছরের বেশি সময় ধরে সংগঠনের কাজের পাশাপাশি, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করতেন সবসময়। মাত্র ৩ লাখ ৭০ হাজার টাকার সম্পত্তির মালিকানা নিয়ে রাজনীতির ময়দানে লড়াই করতে নেমেছিলেন লাভ সিং উগোকে। আর শেষ হাসিও হাসলেন তিনিই। ভাদাউর আসনের দলিত মানুষদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তিনি বরাবরই মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জানান, আসলে আম আদমির মুখোশ পড়ে রয়েছেন চান্নি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা কিছুই জানতেন না। সাধারণ মানুষ যোগ্য জবাব দিয়েছে বলেই মন্তব্য করলেন লাভ সিং উগোকে (Labh Singh Ugoke)।

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version