Wednesday, August 20, 2025

মেরিলিবন ক্রিকেট ক্লাব (MCC) এর নতুন নিয়মকে স্বাগত জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্রিকেটের একাধিক নিয়ম। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এমসিসি। আর সেই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন সচিন।

এমসিসির নতুন নিয়মে মধ‍্যে অন‍্যতম হল মধ্যে অন্যতম হল মানকাডিং’কে স্বীকৃতি দেওয়া। এমসিসির নতুন নিয়মে বলা হয়েছে, মানকাডিংকে আর ‘আনফেয়ার প্লে’ অথবা ‘অনৈতিক খেলা’র তালিকায় রাখা হবে না। বরং এটি স্থান পাচ্ছে ‘রান আউট’ সেকশনে। আর আরেকটি হল ক্যাচ আউটের সময় দুই ব্যাটারের প্রান্ত বদলের বিষয়টি। এতদিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার এক অন্যকে ক্রস নতুন ব্যাটার নন-স্ট্রাইকার প্রান্তে এসে দাঁড়াতেন। তবে এবার থেকে সেই নিয়ম উঠে যাচ্ছে। বরং নতুন ব্যাটারকে বল ফেস করতে হবে। নতুন এই নিয়মে কোনও ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। ক্রস করার বিষয়টি আর প্রযোজ্য থাকছে না।

আর এই নিয়ে সচিন সোশ্যাল মিডিয়ায় বলেন,” এমসিসি কমিটি ক্রিকেটে বেশ কিছু নতুন নিয়ম এনেছে। এর মধ্যে বেশ কয়েকটি নিয়মের সমর্থনে আমি। প্রথমেই বলব মানকাডিং আউটের কথা। আমি কখনই ওভাবে আউট হওয়াকে মানকাডিং বলায় স্বাচ্ছন্দ্য বোধ করিনি। আমি সত্যিই খুশি যে মানকাডিংকে রান আউট বলা হবে। আমাদের সকলের জন্য এটা ভাল খবর। দ্বিতীয় নিয়মটি হচ্ছে ক্যাচ আউটের সময় দুই ব্যাটারের প্রান্ত বদল। যেখানে নতুন ব্যাটারকে এসে বল ফেস করতে হত। নতুন ব্যাটার স্ট্রাইক নিত। একজন বোলার সফল ভাবে উইকেট নিতে সক্ষম হলে বোলারের সুযোগ থাকা উচিত নতুন ব্যাটারকে বল করার। এই নিয়ম একেবারে স্বচ্ছ। এই নিয়মের পরিবর্তন আমার ভাললেগেছে। ওয়েলডান এমসিসি।”

আরও পড়ুন:UEFA Champions League: বেনজিমার হ‍্যাটট্রিকে উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ

 

 

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version