Sunday, November 9, 2025

ভোট মিটতেই ফের ‘বেচুবাবু’ মোদি, এবার লক্ষ্য সরকারি জমি বিক্রি

Date:

পাঁচ রাজ্যে নির্বাচন(Election) পর্ব মিটে যাওয়ার পর এবার স্বমহিমায় ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একের পর এক রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বিক্রি করার পর আরও একবার মোদি মনোনিবেশ করলেন সরকারি সম্পদ বিক্রিতে।

গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমি(Land Property) নিলাম ডেকে বিক্রি করা হবে। যার জন্য তৈরি হবে ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেসন কর্পোরেশন। সরকারি সূত্রের খবর, এই সংস্থা কেন্দ্রীয় সরকারি দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমির তালিকা তৈরি করে তা বিক্রি করবে। ইতিমধ্যেই তার প্রাথমিক তালিকাও প্রকাশ্যে এসেছে যেখানে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির মধ্যে রেল ও প্রতিরক্ষা বিভাগের হাতে আছে সবচেয়ে বেশি জমি। রেলের হাতে থাকা উদ্বৃত্ত জমির পরিমাণ ১ লাখ ২৫ হাজার একর। প্রতিরক্ষা মন্ত্রকের হাতে আছে ১৬ লাখ একরের বেশি বাড়তি জমি। এছাড়া বিএসএনএল, এইচএমটি, সেল, বিইএমএল, গেইল ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে আছে কয়েক লাখ একর উদ্বৃত্ত জমি। এগুলি বিক্রি করেই রাজকোষ ভরানোর পরিকল্পনা করেছে সরকার।

আরও পড়ুন:ব্যাপক EVM লুটের পরও কমেছে আসন, জিতলেও উত্তরপ্রদেশে BJP-র মাথাব্যাথা অখিলেশ

উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় সরকার ন্যাশনাল মনিটাইজেসন পাইপলাইন তৈরি করেছে। ওই সংস্থা বন্ধ ও রুগন কেন্দ্রীয় সরকারি সংস্থা বিক্রি করবে। সরকারের সেই উদ্যোগ যদিও এখনও খুব একটা সফল হয়নি। তবে বহু চেষ্টার পর এয়ার ইন্ডিয়া টাটারা কিনেছে। কিন্তু সরকারি সংস্থা বেচে গত বছর কেন্দ্র এক লাখ কোটি টাকা আয় করার টার্গেট নিয়েছিল মোদি সরকার। কিন্তু তা হয়নি। ফলে এবছর ৭৮ হাজার কোটি টাকা সম্পদ বেচে আয় করার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্থ সরকারের হাতে থাকা বাড়তি জমি বেচে আয়ের পরিকল্পনা করা হয়েছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version