Saturday, August 23, 2025

করোনা(Corona) নিয়ে একটি নতুন করে উদ্বেগের কিছু নেই বরং দেশের জনগণকে স্বস্তি দিয়ে করোনা কাটিয়ে ওঠার সুখবর এল স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry)দেওয়া রিপোর্টে। দৈনিক আক্রান্ত ৩ হাজারের কাছাকাছি নেমে এসেছে। দৈনিক মৃত্যু(Death) তিন অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি।তাই চিনে আতঙ্ক বাড়লেও ভারতে খানিক স্বস্তির মেজাজ।

যত সময় যাচ্ছে ধীরে ধীরে করোনা(corona) মুক্তির পথে এগোচ্ছে দেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৪ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১৪ শতাংশ কম। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন আত্মতুষ্টি নয় বরং নিয়ম মেনে করোনা মুক্তির পথে এগিয়ে যেতে হবে। দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক সময় তিন লক্ষে পৌঁছে গিয়েছিল, আজ নেমে এসেছে সাড়ে ৩ হাজারের কাছাকাছি।

পাশাপাশি চিন্তা কমিয়ে ১০০ এর নিচে নামল দৈনিক মৃত্যু।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ৮৯ জন। গত কয়েক মাসের নিরিখে এই সংখ্যাটা সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জনের। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৩ জন করোনাকে জয় করেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন।

তবে ডাক্তার এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী জোর কদমে চলছে টিকাকরণের কাজ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৯ কোটি ৯১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ।


 

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version