Wednesday, May 7, 2025

করোনা(Corona) নিয়ে একটি নতুন করে উদ্বেগের কিছু নেই বরং দেশের জনগণকে স্বস্তি দিয়ে করোনা কাটিয়ে ওঠার সুখবর এল স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry)দেওয়া রিপোর্টে। দৈনিক আক্রান্ত ৩ হাজারের কাছাকাছি নেমে এসেছে। দৈনিক মৃত্যু(Death) তিন অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি।তাই চিনে আতঙ্ক বাড়লেও ভারতে খানিক স্বস্তির মেজাজ।

যত সময় যাচ্ছে ধীরে ধীরে করোনা(corona) মুক্তির পথে এগোচ্ছে দেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৪ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১৪ শতাংশ কম। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন আত্মতুষ্টি নয় বরং নিয়ম মেনে করোনা মুক্তির পথে এগিয়ে যেতে হবে। দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক সময় তিন লক্ষে পৌঁছে গিয়েছিল, আজ নেমে এসেছে সাড়ে ৩ হাজারের কাছাকাছি।

পাশাপাশি চিন্তা কমিয়ে ১০০ এর নিচে নামল দৈনিক মৃত্যু।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ৮৯ জন। গত কয়েক মাসের নিরিখে এই সংখ্যাটা সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জনের। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৩ জন করোনাকে জয় করেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন।

তবে ডাক্তার এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী জোর কদমে চলছে টিকাকরণের কাজ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৯ কোটি ৯১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ।


 

Related articles

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...
Exit mobile version