Sunday, August 24, 2025

Kolkata Lady Pilot: ইউক্রেন থেকে শয়ে শয়ে পড়ুয়াকে ফিরিয়েছেন বাঙালি মহিলা পাইলট

Date:

রাশিয়া ইউক্রেন যুদ্ধের(Russia Ukraine war)এক পক্ষকাল অতিক্রান্ত হল তা সত্ত্বেও এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এর মাঝেই খবরের শিরোনামে উঠে আসে হাজার হাজার ভারতীয় পড়ুয়ার ইউক্রেনে (Ukraine) আটকে থাকার কথা। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ২৬ ফেব্রুয়ারি ভারত সরকারের( Government of India) পক্ষ থেকে ‘অপারেশন গঙ্গা'(Operation Ganga)শুরু করা হয়। আর এই গুরুত্বপূর্ণ কাজের অন্যতম কাণ্ডারি এক বঙ্গ ললনা, পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty)।

আর্থিক নিষেধাজ্ঞা না তুললে ভেঙে পড়তে পারে স্পেস ষ্টেশন, আমেরিকাকে হুমকি রাশিয়ার

রুশ বাহিনীর আক্রমণে কার্যত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। এর মাঝেই বিভিন্ন দেশ তাঁদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তেমনই ভারত সরকারের পক্ষ থেকে দফায় দফায় সে দেশে আটকে পড়া ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আর এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য কলকাতার মেয়ে মহাশ্বেতা চক্রবর্তী। এখনও পর্যন্ত প্রায় ৮০০ জনেরও পড়ুয়াকে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে নিরাপদে সরিয়ে আনতে ছয়টি বিমান চালিয়েছেন মহাশ্বেতা।‘অপারেশন গঙ্গা’র(Operation Ganga)অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই বঙ্গ তনয়া। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিমানে করে প্রায় ৮০০ এর বেশি ভারতীয়দের নিয়ে দেশের মাটিতে ফিরেছেন তিনি। আত্মপলব্ধির এই অভিজ্ঞতাকে ভাষায় ব্যক্ত করা কঠিন স্বীকার করছেন মহাশ্বেতা নিজেই। দিনে ১৩-১৪ ঘণ্টা টানা এয়ারবাস এ৩২০ বিমান (A320 flight)চালাতে হয়েছিল তাঁকে। কিন্তু পড়ুয়াদের আতঙ্কের কাছে এই পরিশ্রম কিছুই না। বাড়ি ফিরতে মরিয়া ছিলেন ওই পড়ুয়ারা,বলছেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান আকাদেমি থেকে স্নাতক পাশ করা মহিলা পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty)। গভীর রাতে আসা একটা ফোন আর ঘন্টা দুয়েকের মধ্যে ‘অপারেশন গঙ্গা’র দায়িত্ব সামলানো – ঘরের ছেলে মেয়েদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন মহাশ্বেতা ।

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version